ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের আদেশ

গাফিলতির জন্য তদন্ত কর্মকর্তা ও পি পি’র বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানান

প্রকাশিত: ০৯:২১, ৬ ডিসেম্বর ২০১৬

গাফিলতির জন্য তদন্ত কর্মকর্তা ও পি পি’র বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানান

স্টাফ রিপোর্টার ॥ নির্ধারিত সময়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নিষ্পত্তি করতে না পারলে দায়িত্বে গাফিলতির কারণে পিপি ও তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা প্রতিবেদন আকারে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে দাখিলের জন্য আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে পরিচালক হিসেবে পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান ও পরিচালক কবিরুজ্জামান ইয়াকুবকে ব্যাংকের দায়িত্ব চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। ৮ ডিসেম্বর আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়া হয়েছে। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নিষ্পত্তিতে গাফিলতির কারণে পিপি ও তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ বিষয়ে ট্রাইব্যুনালে নির্দেশনার আদেশ দেন। সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ। গত বছরের ১৯ ফেব্রুয়ারি মিলাদ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় একটি মামলা করা হয়। ঘটনার দিনই তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন। ওই বছরের শেষের দিকে মামলাটি চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ বিচারের জন্য যায়। গত ২১ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের পর সাত মাসেও কোন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়নি। কিন্তু আইন অনুসারে ১৮০ দিনের মধ্যে মামলাটির নিষ্পত্তি না হওয়ায় আসামির জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী কুমার দেবলু দে। গত ১ নবেম্বর ওই জামিনের আবেদনের শুনানিকালে আইনের ৩১(ক) ধারায় ব্যবস্থা গ্রহণের বিষয়টি আদালতের নজরে আনা হয়। এরপরই হাইকোর্ট দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিধান প্রতিপালন করা হয়েছে কি-না তা প্রতিবেদন আকারে আদালতকে অবহিত করতে সরকারকে নির্দেশ দেন। ওই নির্দেশের পর আইনমন্ত্রণালয় ও সুপ্রীমকোর্টের রেজিস্ট্র্রার জেনারেল প্রতিবেদন দাখিলের পর সোমবার আদেশ দেন হাইকোর্ট। চেম্বারে আদেশ স্থগিত ॥ পরিচালক হিসেবে পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান ও পরিচালক কবিরুজ্জামান ইয়াকুবকে ব্যাংকের দায়িত্ব চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। বিষয়টি ৮ ডিসেম্বর আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়া হয়েছে। সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।
×