ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল দাবি ছাত্র ইউনিয়নের

প্রকাশিত: ০৮:৪০, ৬ ডিসেম্বর ২০১৬

ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল দাবি ছাত্র ইউনিয়নের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। সোমবার দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। উপস্থিত ছিলেন ঢাবি শাখার সভাপতি তুহিন কান্তি দাস, সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ, সহসভাপতি সাদ্দাম হোসেন, সুদ্বীপ দাশ, চারুকলা অনুষদের সভাপতি প্রণব চক্রবর্তী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন তুহিন কান্তি দাস। সংবাদ সম্মেলন থেকে দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে আগামী কাল ৭ ডিসেম্বর সাধারণ ছাত্রদের নিয়ে ভিসি বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয় তারা। তুহিন কান্তি দাস বলেন, গত ২৮ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সচেতন ছাত্রদের সাহায্যে ৭-৮ জনকে গ্রেফতার করা হয়। কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট জালিয়াতচক্র ও প্রশাসনের মদদদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আশাব্যঞ্জক নয়। বরং অপরাধীচক্রকে আড়াল করার চেষ্টাতেই অনেকে তৎপর।
×