ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জিয়ার মাজার সরানোর ষড়যন্ত্র জনগণ রুখে দেবে ॥ রিজভী

প্রকাশিত: ০৮:৩৩, ৬ ডিসেম্বর ২০১৬

জিয়ার মাজার সরানোর ষড়যন্ত্র জনগণ রুখে দেবে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার মাজার সরানোর ষড়যন্ত্র বাস্তবায়ন করা হলে সরকার নিজেদের পতন ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নক্সা বহির্ভূত স্থাপনা উচ্ছেদের নামে মূলত জিয়ার মাজার উচ্ছেদের টার্গেট নিয়েছে সরকার। এজন্য ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে জাতীয় সংসদের নক্সা আনা হয়েছে। অথচ এটা মূল নক্সা কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। দেশের জনগণ ভোটারবিহীন সরকার জিয়ার মাজার সরানোর নীলনক্সা বাস্তবায়ন হতে দেবে না। সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন লুই কানের নক্সা বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। মূল নক্সার বাইরে জাতীয় সংসদের স্পীকার ও ডেপুটি স্পীকারের বাসভবন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ন্যাম ভবন, সংসদ ভবনের চারদিকে লোহার সীমানা প্রাচীর, র‌্যাবের কার্যালয়, স্কুলসহ অনেক স্থাপনা তৈরি হয়েছে। মেট্রো রেল প্রকল্পও লুই কানের নক্সার ভেতর দিয়ে স্থাপন করা হবে। যার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। মূল নক্সা বহির্ভূত স্থাপনা অপসারণের নামে সরকারের মূল লক্ষ্যই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়ার মাজার কমপ্লেক্স উচ্ছেদ করা। এটা আজ আর কারও অজানা নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর টার্গেট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার। তাই লুই কানের মূল নক্সা বাস্তবায়নের নামে মাজার সরানোর নীলনক্সা করছেন তিনি। রিজভী বলেন, দেশের শান্তিপ্রিয় জনগণ জিয়ার মাজার সরানোর ষড়যন্ত্র রুখে দেবে। আগামী ২২ ডিসেম্বর নাসিক নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে রিজভী বলেন, বিদ্যমান দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামের অংশ হিসেবেই বিএনপি এ নির্বাচনে অংশ নিয়েছে। এ নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, সরকারী দল যাতে জনগণকে কোন প্রকার ভয় দেখাতে না পারে। নির্বাচনের শুরুতে যাতে তারা দখলের প্র্যাকটিস করতে না পারে সেদিকে কমিশনের দৃষ্টি রাখার আহ্বান জানান। বলেন কমিশনের বিদায় বেলায় এ নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টি করবে। সরকারের অবৈধ আদেশ, নির্দেশ উপেক্ষা করে ২২ ডিসেম্বর নাসিক নির্বাচন অবাধ, সুষ্ঠু, প্রতিযোগিতামূলক ও শান্তিপূর্ণ করতে উদ্যোগী হবে এটা সবাই আশা করে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, গৌতম চক্রবর্তী, এবিএম মোশাররফ হোসেন, মুনির হোসেন, আবদুল আউয়াল মিন্টু প্রমুখ। ইসি গঠনে খালেদা জিয়ার প্রস্তাব রাজনৈতিক বিবেচনার আহ্বান নজরুলের ॥ বিএনপি নেতা নজরুল ইসলাম খান মন্তব্য করেছে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন তা রাজনৈতিকভাবে বিবেচনা করতে হবে। কমিশন গঠনের যে সার্চ কমিটি তা গঠনের জন্য সাংবিধানিকভাবে একটি প্রক্রিয়া থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সোমবার ভাসানী মিলনায়তনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস- উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
×