ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খন্দকার জিয়া হাসান

ল্যাঙ্গুয়েজ কর্নার

প্রকাশিত: ০৬:৫৮, ৬ ডিসেম্বর ২০১৬

ল্যাঙ্গুয়েজ কর্নার

একটি দূতাবাসের ইংরেজি শিক্ষক TESL Certified English Trainer (UK) www.ziahasan.com পর্ব : ১৯২ Collocation with the preposition Up (part 2) গত সপ্তাহে আমরা preposition ‘up’-এর সঙ্গে ব্যাবহৃত তিনটি শব্দ নিয়ে আলোচনা করেছি। আজ থাকছে আরও কিছু। ১। Do up : a. মেরামত বা সংস্কার করা It took them six months to do up the house before they could actually move in. b.. সুসজ্জিত করা The whole house had been done up for Halloween ২। Build up: a. গড়ে তোলা Build up your body while young. ~ Reading helps you build up your vocabulary. b.. জমা করা বা হওয়া The roof of the buildings have a steep slope so that the snow doesn’t build up in winter. ~ Static electricity built up on the cat’s fur> ৩। Call up: a. মনে করা বা করিয়ে দেয়া The picture called up memories of the old days of past. b. সেনা বাহিনীর কাজে ডেকে নেয়া The army called up the reserve soldiers when the war broke out. c. কাউকে টেলিফোন করা I called him up as soon as I got the news. ৪। Chop up : কোন কিছু ছোট করে কাটা I’m going to chop up some onions to put in the stir-fry ৫। Eat up সবটুকু খেয়ে ফেলা They ate the pizza up, there was no leftover. Quote on life: ‘Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.’ ~ Mahatma Gandhi প্রিয় পাঠক, ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে! খন্দকার জিয়া হাসান একটি দূতাবাসের ইংরেজি শিক্ষক TESL Certified English Trainer (UK) www.ziahasan.com
×