ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ফ্যাস ফিন্যান্সের আড়াই কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৬:৩১, ৬ ডিসেম্বর ২০১৬

ব্লক মার্কেটে ফ্যাস ফিন্যান্সের আড়াই কোটি টাকা লেনদেন

ব্লক মার্কেটে সোমবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ফ্যাস ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটি ১৯ লাখ ৬৭ হাজার ৯৫৪টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৪৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার ব্লক মার্কেটে মোট ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ২১ লাখ ৫৮ হাজার ৬৫৪টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ২ লাখ টাকা। বিএসআরএম স্টিল ৯০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৮৪ লাখ ৫১ হাজার টাকা। গ্রামীণফোন ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৪২ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অপর দুই কোম্পানির মধ্যে গোল্ডেন হার্ভেস্ট এ্যাগ্রো ২৯ হাজার ৭০০ ও শাশা ডেনিম ২১ হাজার শেয়ার লেনদেন করেছে। -অর্থনৈতিক রিপোর্টার রাইট শেয়ার প্রত্যাহার করবে বঙ্গজ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রস্তাবিত রাইট শেয়ার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে রাইটের প্রস্তাব প্রত্যাহার করেছে। আর আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেবে। কোম্পানিটির বর্তমান আর্থিক অবস্থার প্রেক্ষাপটে রাইট ইস্যুর প্রস্তাবটি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×