ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১০ শতাংশ

প্রকাশিত: ০৬:৩০, ৬ ডিসেম্বর ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সোমবার ডিএসইতে আগের দিনের তুলনায়ও লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে প্রায় ১০ শতাংশ লেনদেন বেড়েছে। বেশিরভাগ কোম্পানির দরবৃদ্ধির দিনে প্রধান বাজারের সার্বিক লেনদেন আবারও ৮শ’ কোটি টাকা ছাড়াল। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৮০৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭৪ কোটি ৩৮ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৭৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বাজার পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ সাদেক বলেন, পুঁজিবাজার খুবই সংবেদনশীল। কোম্পানির শেয়ার মূল্য নির্ধারিত হয় সাধারণত কোম্পানির আর্থিক ভিত্তির ওপর। বিশেষ করে কোম্পানিগুলোর প্রবৃদ্ধি ও সম্ভাবনার ওপর নির্ভর করে শেয়ার দর। অর্থনীতির সব সূচক ইতিবাচক থাকায় বাজার পরিস্থিতি এখন বিনিয়োগের জন্য অনুকূলে রয়েছে। এছাড়া ব্যাংকের সুদ হার কমে যাওয়াও বাজারকে তারল্য প্রবাহ বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে। কারণ সবাই বাজারে আসে মুনাফা করতে। যেখানে মুনাফা পাবে বিনিয়োগকারীরা সেখানেই থাকবে। তাই আগামীতে বিনিয়োগ আরও বাড়বে বলেন আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৬, কমেছে ১২৯ এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৩৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮৪ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- শাশা ডেনিমস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ইফাদ অটোস, কেয়া কসমেটিকস, বেক্সিমকো, আরএসআরএম স্টিল, এ্যাকটিভ ফাইন, জিপিএইচ ইস্পাত, আর্গন ডেনিমস ও ওরিয়ন ফার্মা। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, ড্রাগন সোয়েটার, রিপাবলিক, ওয়াটা কেমিক্যাল, রেকিট বেনকিজার, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও অগ্রণী ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯০৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯, কমেছে ৮৬ এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বেক্সিমকো, কেয়া কসমেটিকস, ডরিন পাওয়ার, ফরচুন সুজ, প্যারামাউন্ট টেক্সটাইল, এ্যাপোলো ইস্পাত, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, অলিম্পিক এক্সেসরিজ, জিপিএইচ ইস্পাত ও ওরিয়ন ফার্মা।
×