ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধ : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ০৬:২৭, ৬ ডিসেম্বর ২০১৬

‘সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধ : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনার

ঢাকার মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) মিলনায়তনে সোমবার ‘সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধ : বাংলাদেশ প্রেক্ষিত’ বিষয়ে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাবেক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ নূর উদ্দিন খান, পিএসসি (অব) সেমিনারে প্রধান অতিথি এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক মেজর জেনারেল কে এম আব্দুর রহমান, এনডিসি, পিএসসি সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ারদী সোমবার সকালে সেমিনারের উদ্বোধন করেন। এছাড়াও বন্ধুপ্রতিম ১২টি দেশের ২৬ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাসহ ন্যাশনাল ডিফেন্স কোর্সের ৭৮ জন এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের ৩৫ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সেমিনারে অংশ নেন। সেমিনারে আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের একটি নির্বাচিত দল, ব্রিগেডিয়ার জেনারেল শাহেদুল আনাম খান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌহিদ-উল-ইসলাম, পিএসসি কর্তৃক বাংলাদেশে সন্ত্রাসবাদ ও তার প্রতিকারের ব্যাপারে চারটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র উপস্থাপন করা হয়। -আইএসপিআর ‘অসংক্রামক রোগের জন্য মৃত্যুহার বাড়ছে’ সংসদ রিপোর্টার ॥ স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমানে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অসংক্রামক রোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর কারণে দিন দিন মানুষের মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে। তবে স্বাস্থ্য সচেতনতা এ রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সোমবার সংসদ ভবনের শপথকক্ষে জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত ‘অসংক্রামক রোগ প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় বলেন, সংসদ সদস্যরাও অসংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। রোদ্রস্নান ইসরাইলের জিখরন ইয়াযুবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিরবুজ নাহশোলিম এলাকার জলাভূমির ছোট্ট একটি পাথরের ওপর বেশ কয়েকটি কচ্ছপ সকালে রোদ পোহাচ্ছে। -এএফপি বিধ্বস্ত নগরী সিরিয়ায় আলেপ্পোর উত্তরাঞ্চলীয় হায়দারিয়া এলাকার বিধ্বস্ত সড়ক দিয়ে চার বছর পর প্রথমবারের মতো হাঁটতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন কেফা জাওয়াইশ নামের ছবির এই নারী। তিনি ৪ ডিসেম্বর তার বাড়ি খোঁজার জন্য ওখানে গিয়েছিলেন। -এএফপি
×