ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেমিনারে বক্তারা

প্রতিবন্ধীরা অক্ষম নয়, ভিন্নভাবে সক্ষম

প্রকাশিত: ০৬:২৬, ৬ ডিসেম্বর ২০১৬

প্রতিবন্ধীরা অক্ষম নয়, ভিন্নভাবে সক্ষম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ প্রতিবন্ধীরা এই সমাজের বাইরের কেউ নয়। তারা আমাদেরই আপনজন। অনেকেই বলে থাকেন প্রতিবন্ধীরা অক্ষম। কিন্তু তারা কখনোই অক্ষম নয় বরং ভিন্নভাবে সক্ষম। দেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের সাফল্য সেটিই প্রমাণ করে। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সেমিনারে বক্তারা এসব কথা কলেন। ২৫তম আন্তর্জাতিক ও ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘এ্যাচিভিং সেভেনটিন গোলস ফর দ্য ফিউচার উই ওয়ান্ট’ বা টেকসই ভবিষ্যত গড়ি, ১৭ লক্ষ্য অর্জন করি’ প্রতিপাদ্য নিয়ে এবার দিবসটি পালন করা হয়। এর আগে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাজবিজ্ঞান অনুষদে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। পরে সামাজিকবিজ্ঞান অনুষদে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। সভাপতিত্ব করেন ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর সভাপতি মিজানুর রহমান কিরণ। এসআই নিয়োগে লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন স্টাফ রিপোর্টার ॥ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। সোমবার পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশের ২০১৬ সালের এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত পরীক্ষা ১২, ১৩ ও ১৪ জানুয়ারি ২০১৭ এর পরিবর্তে যথাক্রমে ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে। সংশোধিত সময়সূচী অনুযায়ী ইংরেজী, বাংলা রচনা ও কম্পোজিশন ১২ জানুয়ারি ২০১৭ এর পরিবর্তে ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ১টা, মনস্তাত্ত্বিক ১৩ জানুয়ারি ২০১৭ তারিখের পরিবর্তে ৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ সকাল ১০টা থেকে সকাল সাড়ে ১০টা এবং সাধারণ জ্ঞান ও পাটি গণিত ১৪ জানুয়ারি ২০১৭ এর পরিবর্তে ৪ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
×