ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে আজ

ঘুরে দাঁড়াতে মরিয়া কিউইরা

প্রকাশিত: ০৬:২১, ৬ ডিসেম্বর ২০১৬

ঘুরে দাঁড়াতে মরিয়া কিউইরা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘হাইস্কোরিং’ প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৬৮ রানের বড় হারে তিন ম্যাচের ‘চ্যাপেল-হ্যাডলি’ ট্রফিতে ১-০তে পিছিয়ে নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় ওয়ানডে জিতে সমতায় ফিরতে মরিয়া কিউইরা। সিরিজ বাঁচিয়ে রাখতে কেন উইলিয়ামসনদের সামনে জয় ভিন্ন পথ খোলা নেই। মূলত স্বাগতিক অসি অধিনায়ক স্টিভেন স্মিথের ক্যারিয়ারসেরা ইনিংসের (১৬৪) কাছে হার মানে অতিথিরা। ভেস্তে যায় মার্টিন গাপটিলের (১১৪) ক্ল্যাসিক্যাল সেঞ্চুরি। ৩২৪-এর জবাবে ২৫৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ‘সিডনিতে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। স্মিথ একাই ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে। আমাদের বোলারদের ধারাবাহিকতা ছিল না। তবে ক্যানবেরায় জিতে সমতায় ফিরতে চাই। ভিন্ন পরিবেশে ভিন্ন পরিকল্পনা নিয়ে জয়ের জন্য মাঠে নামব।’ বলেন প্রথম ওয়ানডেতে বিশ্বের দশম দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রান পূর্ণ করা গাপটিল। ব্ল্যাক-ক্যাপস কোচ মাইক হেসনও হাল ছেড়ে দেয়ার পাত্র নন, ‘এটা কিছুটা হতাশার যে প্রথম ওয়ানডেতে আমরা প্রায় ৬ ওভার আগে অলআউট হয়েছি; তবে ইতিবাচক, ব্যাট হাতে ছেলেরা যতক্ষণ ক্রিজে ছিল প্রতিপক্ষকে বিট করেই খেলেছে। দ্বিতীয় ম্যাচে অবশ্যই ভাল পরিকল্পনা নিয়ে ফিরে আসব। আমরা এখনও সিরিজ জয়ের আশা ছাড়িনি।’ ক্যানবেরার মানুকা ওভালে রান আছে। অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের থামাতে তাই অভিজ্ঞ পেসার টিম সাউদি আজ একাদশে ফিরতে পারেন। সেক্ষেত্রে অভিষেকে ৭৩ রান দেয়া লুকি ফার্গুসন বাদ পড়বেন। ব্যাটিং শক্তি বাড়াতে হার্ডহিটার হেনরি নিকোলসকেও অন্তর্ভুক্ত করা হতে পারে। অধিনায়ক উইলিয়ামসনের শততম ওয়ানডেতে জয় পেতে সতীর্থরা নিশ্চই সর্বোচ্চটা নিংড়ে দেবেন। অন্যদিকে কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়ান অস্ট্রেলিয়া উজ্জীবিত। ফিল্ডিং-ব্যাটিংয়ে সেনাপতি স্টিভেন স্মিথের দুর্দান্ত পারফর্মেন্স সতীর্থদের মনোবল বাড়িয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে লজ্জাজনকভাবে ৫-০তে হোয়াইটওয়াশ হওয়ার পর ঘরের মাটিতে ২-১এ টেস্ট হেরে এই সিরিজ খেলতে নামে বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচের পারফর্মেন্স তাদের অনেকটাই চাপমুক্ত করেছে। শেষ ম্যাচের অপেক্ষায় না থেকে স্বাগতিকরা আজই ‘চ্যাপেল-হ্যাডলি ট্রফি’ পুনরুদ্ধার করতে চাইছে। প্রথম ওয়ানডেতে ৫২ রানের দারুণ ইনিংস খেলা ট্রেভর হেড বলেন, ‘প্রথম ম্যাচ হেরে নিউজিল্যান্ডই চাপে আছে। আমরা সেটা কাজে লাগিয়ে দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ নিশ্চিত করতে চাই। যাতে শেষ ম্যাচের সমীকরণে যেতে না হয়। দলের সবাই টানা জয় তুলে নিতে তৈরি।’ এই ম্যাচেও দুই তারকা গ্লেন ম্যাক্সওয়েল আর জেমস ফকনারের খেলার সম্ভাবনা নেই। কারণ অমন দুর্দান্ত জয়ের পর অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। হেড যোগ করেন, ‘ম্যাক্স-ফকনার ভাল খেলোয়াড়, তবে কোচ ও ম্যানেজমেন্ট কম্বিনেশনটাই ধরে রাখতে চাইছেন। আমাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে।’ স্বাগতিক বোলাররাও দারুণ ছন্দে। সিডনিতে ৩ উইকেট নিয়েছেন জস হ্যাজলউড, ২টি করে অপর দুই পেসার মিচেল মার্শ ও প্যাট কুমিন্স। এ্যাডাম জাম্পার কথা আলাদা করে বলতে হয়। গত ডিসেম্বরে অভিষেকের পর ১৯ ম্যাচেই ৩০ উইকেট নিয়েছেন তরুণ এই লেগস্পিনার। চলতি বছরের সর্বোচ্চ শিকারি যেন গ্রেট শেন ওয়ার্নকে মনে করিয়ে দিচ্ছেন।
×