ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিত: ০৫:৫৯, ৬ ডিসেম্বর ২০১৬

ধামরাইয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ ডিসেম্বর ॥ ধামরাইয়ে পুলিশের সঙ্গে ‘কথিত’ বন্দুকযুদ্ধে আবু হানিফ (৩২) নামের এক ডাকাত নিহত হয়েছে। নিহত আবু হানিফ রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার ঝালুয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। রবিবার গভীর রাতে ধামরাইয়ের সানোরার কাওয়ালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, রবিবার গভীর রাতে ধামরাই থানা ও ডিবি (উত্তর) পুলিশের সহায়তায় গ্রেফতারকৃত আবু হানিফকে সঙ্গে নিয়ে ওই এলাকায় তার সহযোগীদের ধরতে যায় আশুলিয়া থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু হানিফের সহযোগী ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের গুলি বিনিময়ের এক পর্যায়ে আবু হানিফ গুলিবিদ্ধ হয়। এ সময় তার সহযোগী ডাকাতরা পালিয়ে যায়। পরে আবু হানিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত হয় ধামরাই থানার এস.আই. অপূর্ব দাস ও ৩ পুলিশ কনস্টেবল। ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। আহত পুলিশ সদস্যদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে পুলিশ নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, নিহত ডাকাতের বিরুদ্ধে আশুলিয়াসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
×