ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খাদিজা হত্যাচেষ্টা মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ০৫:৫৯, ৬ ডিসেম্বর ২০১৬

খাদিজা হত্যাচেষ্টা মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা হত্যাচেষ্টা মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়। সিলেট জেলা জজ কোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ জানান, খাদিজা হত্যাচেষ্টা মামলায় বদরুল আলমের বিরুদ্ধে সোমবার আদালতে ১৭ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের মধ্যে মামলার বাদী খাদিজার চাচা আবদুল কুদ্দুস, এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জিসহ অন্যরা ছিলেন। এ মামলায় বাদী ছাড়াও ৩৬ জন সাক্ষী রয়েছেন। গত ৮ নবেম্বর খাদিজা হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট নগরীর শাহপরান থানার এসআই হারুনুর রশীদ আদালতে চার্জশীট দাখিল করেন। পরে গত ১৫ নবেম্বর আদালত চার্জশীট গ্রহণ করেন। গত ২৯ নবেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
×