ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে অস্ত্র গুলি ও মাদকসহ ৩০ জন গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫০, ৬ ডিসেম্বর ২০১৬

রাজধানীতে অস্ত্র গুলি ও মাদকসহ ৩০ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে বিপুল অস্ত্র গোলাবারুদসহ পাঁচ অস্ত্র ব্যবসায়ী, অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ বহুল আলোচিত এক নারীসহ দুইজন এবং মাদক বিরোধী ২৩ জন গ্রেফতার হয়েছে। সবমিলিয়ে মাদকের সঙ্গে জড়িত ৩০ জন গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে নানা ধরনের মাদক। এছাড়া সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। র‌্যাবের অভিযানে পাঁচ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার ॥ গত রবিবার রাতে র‌্যাব-১ সাভারের আশুলিয়া ল্যান্ডিং পয়েন্টে চেকপোস্ট পরিচালনার সময় একটি পিকআপ সিগন্যাল অমান্য করে পালিয়ে যায়। র‌্যাব ধাওয়া করে সেটিকে উত্তরা আব্দুল্লাহপুর খন্দকার পেট্রোল পাম্পের সামনে আটক করে। সেইসঙ্গে আটক করা হয় পিকআপে থাকা মোঃ রুবেল শেখ (২৪), মোঃ সোহেল মোল্লা (২৪) ও মোঃ বাহেস শেখকে (৩২)। তারা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গাড়িতে অস্ত্র, গোলাবারুদ থাকার বিষয়টি স্বীকার করে। পরে গাড়ির দরজার ভেতর থেকে ৪টি নতুন সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটারের বিদেশী পিস্তল, ৩৮ রাউন্ড তাজা বুলেট, ৮টি ম্যাগাজিন উদ্ধার হয়। অস্ত্রের চালানটি উত্তর বাড্ডার ওভার ব্রিজের কাছে থাকা তারেক আহমেদ অনিক ও তার সহযোগী আব্বাস মিয়ার (২৪) কাছে পৌঁছে দেয়ার কথা ছিল। পরে আব্বাস মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়। আব্বাসের তথ্যমতে অস্ত্রের চালানের সঙ্গে জড়িত মোটরসাইকেল নিয়ে অপেক্ষমাণ মোঃ আরিফুল ইসলাম আরিফ ওরফে পানি আরিফকে (২৫) গ্রেফতার করে র‌্যাব। অস্ত্রের চালানের মূলহোতা তারেক আহমেদ অনিক (২৮) ও তার সহযোগী বাদশা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। র‌্যাব জানায়, চক্রটি বহু দিন ধরে অস্ত্র গোলাবারুদের অবৈধ ব্যবসা করে আসছিল। মূল হোতা অনিক ঢাকার মানারাত স্কুলের প্রাক্তন ছাত্র। পেশায় ডিজে (ডিস্কো জকি)। বাড্ডার মাদক ও অবৈধ বহু ব্যবসার নিয়ন্ত্রক সে। পলাতক বাদশা পেশায় ইলেকট্রিশিয়ান। পুরো চক্রে সদস্য সংখ্যা ২০ জন। গত প্রায় ৩ বছর ধরে তারা অস্ত্র ব্যবসা করছিল। রাজশাহীর প্রত্যন্ত এলাকা থেকে অস্ত্র সরবরাহকারীদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করত। পিকআপের সঙ্গে জড়িতরা কাঁচামালের আড়ালে অস্ত্র গোলবারুদগুলো ঢাকা পৌঁছে দিত। এরসঙ্গে বাহেসের দুই বোনও জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। দুই বোন ভারতে রয়েছে। অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত এক নারীসহ ২৫ জন গ্রেফতার ॥ রবিবার রাতে রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১টি পিস্তল, প্রায় আধা কেজি ইয়াবা ও পনেরো গ্রাম হেরোইনসহ ফারহানা আক্তার পাপিয়া (২২) নামে এক নারীকে গ্রেফতার করেছে। আদাবর থানার উপপরিদর্শক মোঃ মনিরুজ্জামান মনির নেতৃত্বে একদল পুলিশ শেখেরটেকের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আদাবর থানার ওসি শেখ শাহীনুর রহমান জনকণ্ঠকে বলেন, গ্রেফতারকৃত পাপিয়ার বিরুদ্ধে আদাবর থানায় একটি অস্ত্র ও একটি মাদক আইনে মামলা হয়েছে। দুইটি মামলায় ৭ দিনের রিমান্ডে আবেদন করে আদালতে পাঠানো হয়েছিল। আদালত অস্ত্র মামলায় ২দিন এবং মাদক মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ওসি আরও জানান, গ্রেফতারকৃত পাপিয়া উর্দুভাষী অবাঙালী। মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। এদিকে পাপিয়ার আত্মীয় সনির অভিযোগ, পাপিয়া এক সময় মাদক ব্যবসায় জড়িত ছিল। এখন আর মাদক ব্যবসায় জড়িত নয়। পুলিশ তাকে গ্রেফতার করে মাদক ও অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। যদিও এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, পাপিয়া ইয়াবা সম্রাজ্ঞী। ইয়াবার ব্যবসার নিয়ন্ত্রণ করতে সে অবৈধ অস্ত্র রাখত। সেই অবৈধ অস্ত্র ও মাদকসহ গ্রেফতার হয়েছে। ইতোপূর্বেও কয়েকবার গ্রেফতার হয়েছে। তবে স্বল্প সময়ের মধ্যেই আবার জামিনে ছাড়া পেয়ে গেছে। পুরো ক্যাম্পের মাদক ব্যবসা নিয়ন্ত্রণও করতে সে। ঢাকা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযান ॥ রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকের সঙ্গে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে এগারো শ’ পিস ইয়াবা, হেরোইন, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক উদ্ধার হয়েছে। আর্মড পুলিশ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অভিযান ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ও ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন রাজধানীর দক্ষিণখানে অভিযান চালিয়ে জাকির নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে। আর ধোলাইখালে ক্যাপিটাল কনফেকশনারির ব্যবস্থাপক জালাল উদ্দিনকে মেয়াদ উর্ত্তীণ খাবার বিক্রি ও মজুদ করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে। সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু ॥ সোমবার দুপুর দেড়টার দিকে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে সুরমা পরিবহনের একটি বাসের ধাক্কায় রুকু রহমান (২৪) নামের এক পানি বিক্রেতার মৃত্যু হয়। তিনি ফেরি করে পানি বিক্রি করতেন। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে। থাকতেন সায়েদাবাদ ওয়াসা রোডে। অন্যদিকে সোমবার দুপুর বারোটার দিকে রামপুরা টিভি সেন্টারের সামনে বাসের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়। নিহতের পরনে কালো প্যান্ট ও সাদা হাফ শার্ট ও হাফ সুয়েটার রয়েছে। লাশ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
×