ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে রেল লাইনের ওপর ফের বাজার

প্রকাশিত: ০৪:০৯, ৬ ডিসেম্বর ২০১৬

সৈয়দপুরে রেল লাইনের ওপর ফের বাজার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর শহরের পোস্ট অফিস মোড়ের ২ নম্বর রেলওয়ে গুমটি থেকে দক্ষিণে বানিয়াপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় রেললাইনের উভয় পাশে ফের অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে করে ট্রেন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ রেললাইনের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও আবারও সেসব গড়ে উঠছে। সূত্র জানায়, রেলওয়ে শহর সৈয়দপুর থেকে রাজধানী ঢাকা, বিভাগীয় শহর রাজশাহী ও খুলনাগামী আন্তঃনগর ও লোকাল মিলে ৫টি ট্রেন ১০ বার চলাচল করে। এছাড়া দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা এখানে অবস্থিত। আর তাই দেশের বিভিন্ন জায়গা থেকে মেরামতের জন্য রেলওয়ে র‌্যাক (ওয়াগন) ওই রেললাইন দিয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিয়ে আসা এবং মেরামতের পর তা নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ রেলওয়ের আইন অনুযায়ী রেললাইনের উভয় পাশে ২০ ফুট এলাকা ১৪৪ ধারা জারি করা থাকে। ফলে রেলপথ বিপজ্জনক ও সংরক্ষিত এলাকা হয়ে পড়ে। সরেজমিন দেখা যায়, বাণিজ্যিক প্রধান সৈয়দপুর শহরের পোস্টঅফিস মোড়ের ২ নম্বর রেল ঘুমটি হতে দক্ষিণে বানিয়াপাড়া পর্যন্ত রেললাইনের ওপর ও উভয়পাশে অসংখ্য পুরনো কাপড়ের দোকানসহ কাঁচা-পাকা অবৈধ স্থাপনা। রেললাইন ঘেঁষে উল্লিখিত দোকানপাট গড়ে উঠায় ক্রেতাসাধারণ মূলত রেললাইন ব্যবহার করে এসে এসব দোকানগুলোতে কেনাকাটার কাজ করছে। এছাড়া রেললাইনের উপর ভ্রাম্যমাণ ফেরিওয়ালা বসে প্রতিদিন। তারা রেললাইনের উপর বসে কেনাবেচা করে। আর এতে সারাক্ষণ রেললাইনের উপর মানুষের সরব উপস্থিতি থাকছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অপহরণের ১২ দিন পর নওগাঁয় ছাত্রী উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ ডিসেম্বর ॥ রানীনগর উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাফিনা শান্ত মুনমুনকে অপহরণের ১২ দিন পর আত্রাই উপজেলার গুলিয়া গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অপহরণকারী মশিউরসহ অন্যরা পালিয়ে যায়। রানীনগর থানার পুলিশ রবিবার রাতে আত্রাই উপজেলার গুলিয়া গ্রাম থেকে অপহৃতাকে উদ্ধার করে সোমবার সকালে ডাক্তারি পরীক্ষা ও বয়স নির্ধারণের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করে। পরে তাকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দী রেকর্ড করার জন্য সোপর্দ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রানীনগর উপজেলার ভবানীপুর গ্রামের শহিদুল ইসলামের স্কুল পড়ুয়া মেয়ে সাফিনা শান্ত মুনমুন ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করত। ভবানীপুর-বেতগাড়ী গ্রামের মাসুদুর রহমান তুফানের ছেলে মশিউর রহমান বেশ কয়েকদিন ধরে স্কুলে যাওয়া-আসার সময় তাকে উত্ত্যক্ত করত। পারিবারিকভাবে কয়েকবার তাকে নিষেধ করলে সে আরও বেপরোয়া হয়ে তাকে অপহরণের হুমকি দেয়। ২৩ নবেম্বর সকালে বেতগাড়ী বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মুনমুনকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর থেকে পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পাওয়ায় ঘটনার দুদিন পর মুনমুনের মা রিতা বেগম বাদী হয়ে রানীনগর থানায় অপহরণের মূল হোতা মশিউরসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।
×