ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান জানাতে বিশেষ টিম গঠন

প্রকাশিত: ০৪:০৯, ৬ ডিসেম্বর ২০১৬

মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান জানাতে বিশেষ টিম গঠন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রয়াত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান জানাতে বিশেষ টিম গঠন করবে চট্টগ্রাম জেলা পুলিশ। এ জন্য গঠন করা হবে একটি চৌকস টিম। এই টিমে থাকবেন বাদক দলসহ প্রশিক্ষিত সদস্যরা। কোন মুক্তিযোদ্ধার মৃত্যু সংবাদ অবহিত করা হলে দাফন কিংবা সৎকারের পূর্বে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানোর টিম তাকে গার্ড অব অনার জানাবে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূর ই আলম মিনা সোমবার এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের কোন ধরনের অসম্মান বরদাস্ত করা হবে না। মুক্তিযোদ্ধাদের অভাব-অভিযোগ গুরুত্ব সহকারে শুনতে হবে এবং বিবেচনায় নিতে হবে। প্রসঙ্গক্রমে চট্টগ্রামের এসপি বলেন, আমরা আত্মভোলা জাতি। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য যে বঙ্গবন্ধু দীর্ঘ সংগ্রাম করেছেন তাঁকেই স্বাধীনতা মাত্র সাড়ে তিন বছরের মধ্যে হত্যা করা হয়েছে। এ সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধারাও। আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন বন্ধ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ যান্ত্রিক ক্রটির কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। গ্যাস সরবরাহ বন্ধের পর দীর্ঘ সাত মাস বন্ধের পর গত ৩০ নবেম্বর কারখানাটির উৎপাদন শুরু হলেও ৫ দিন পর আবারও বন্ধ হয়েছে কারখানাটি। কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন এক কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২ শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, সোমবার ভোরে কারখানার রেন্ডফিল্ড প্লান্টের বাল্ব এয়ারলাইনের ত্রুটির দেখা দিয়ে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। উৎপাদন বন্ধের পর থেকেই স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছে। মেরামত শেষে কারখানা উৎপাদনে আসতে অন্তত তিন দিন সময় লাগবে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক এসএস কামরান জানান, কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সঙ্কটের কোন আশঙ্কা নেই। সাভারে ৪ লাখ টাকা ছিনতাই নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ ডিসেম্বর ॥ সাভারে দিনে-দুপুরে প্রকাশ্যে অস্ত্রের মুখে জিম্মি করে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সোমবার দুপুরে সাভারের ব্যস্ততম বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের বাজার রোড এলাকায় অবস্থিত ডাচ্-বাংলা ব্যাংক সাভার শাখা থেকে ব্যবসায়িক কাজের জন্য চার লাখ টাকা উত্তোলন করেন নামা বাজার এলাকার ব্যবসায়ী সানি দত্ত।
×