ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কুলছাত্রকে গলা কেটে হত্যা, চার লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:০৭, ৬ ডিসেম্বর ২০১৬

স্কুলছাত্রকে গলা কেটে হত্যা, চার লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ হবিগঞ্জে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা ও কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া নীলফামারী, ভালুকা, গাজীপুর থেকে পুলিশ তিন লাশ উদ্ধার করেছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : হবিগঞ্জ ॥ নবীগঞ্জের পল্লী বোয়ালজুরে শাহনাজ মিয়া (১৫) নামে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ওই গ্রামের উনুছ মিয়ার ছেলে এবং আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র। সোমবার সকাল ১০টার দিকে ওই ছাত্রের মৃতদেহ জোয়ালভাঙ্গা হাওড় থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফুটবল খেলার পোস্টার লাগানোর কথা বলে আগের দিন রবিবার রাত ১০টার দিকে শাহনাজকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের জসিম আহমেদ লিজুসহ তার কয়েক সহপাঠী। কিন্তু রাত গভীর হয়ে এলেও শাহনাজ বাড়ি না ফেরায় তার বাবা-মাসহ আত্মীয়স্বজন অনেক খোঁজাখুঁজি করলেও কোন হদিস মেলেনি। এদিকে নবীগঞ্জের পল্লী হলিলপুরের সেনেটারি রিং টয়লেটের ভেতর থেকে রবিবার রাতে অনুপ দাশ (১৩) নামে কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন জানান, অনুপ নিজ দোকান থেকে বাড়ি ফেরার পথে ৪ দিন আগে নিখোঁজ হয়। ফলে তাকে খুঁজতে গিয়ে তার স্যান্ডেল ও চাদর পাওয়া যায়। থানায় জিডি করেন তার মা উষা রানী। এরই ভিত্তিতে পুলিশ অনুপের সন্ধানে মাঠে নামলে সংবাদ আসে একই গ্রামের ধনাই দাশের ছেলে দিপংকর দাশ এই ঘটনার সঙ্গে জড়িত। খবর পেয়ে পুলিশ রবিবার বিকেলে হলিলপুর বাজার থেকে দিপংকরকে গ্রেফতার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে গোপাল দাশ, অধীর দাশ, পিন্টু দাশ, প্রন্তা দাশ ও মাদাই দাশকে গ্রেফতার করে। এদিকে তাদের দেয়া তথ্য অনুযায়ী রবিবার রাতেই একই গ্রামের জ্যোতিন্ময় দাশের বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে বাড়ির সেনেটারি টয়লেট রিংয়ের ভেতরে অনুপের ফেলে রাখা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে এই খবর পেয়ে হবিগঞ্জ থেকে ছুটে যান এসপি জয়দেব কুমার ভদ্র। নীলফামারী ॥ সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী হাছনা বেগমের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় ওই গৃহবধূর স্বজনরা তার লাশ সৈয়দপুর হাসপাতালের বারান্দায় রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে রাতে ওই লাশ উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ। সোমবার দুপুরে লাশের ময়নাতদন্ত করা হয়েছে জেলার মর্গে। ভালুকা, ময়মনসিংহ ॥ রবিবার রাতে উথুবা কলেজপাড়ার কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় প্রণয় দেবনাথ (৩৫) নামে এনজিওকর্মীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। পরে রাতেই পরিবারের সদস্যদের হাতে নিহতের লাশ হস্তান্তর করে পুলিশ। গাজীপুর ॥ কোনাবাড়িতে সোমবার গাছে ঝুলন্ত দিনমজুরের হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম খলিলুর রহমান (৩৫)। সে পাবনার সাঁথিয়া উপজেলার বড় পাইকশা এলাকার মোল্লা খান ওরফে গোলাম মাওলার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ মধ্যপাড়া এলাকার বাক্কু মিয়ার বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করত খলিলুর রহমান। সোমবার স্থানীয়রা ওই এলাকায় ইউনিক স্কুলের পেছনে একটি কাঁঠাল গাছের সঙ্গে চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো ও হাত বাঁধা তার লাশ দেখতে পায়।
×