ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ-ঢাকা আন্তঃনগর

ট্রেন চলাচলের উদ্বোধন ১৩ ডিসেম্বর

প্রকাশিত: ০৪:০৬, ৬ ডিসেম্বর ২০১৬

ট্রেন চলাচলের উদ্বোধন ১৩ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেগে উঠছে বাজার স্টেশন। আবারও শুরু হচ্ছে সিরাজগঞ্জ-ঢাকা সরাসরি ট্রেন চলাচল। ১৩ ডিসেম্বর সিরাজগঞ্জ-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচলের উদ্বোধন করা হবে বলে রেলওয়ের স্থানীয় একটি সূত্র জানিয়েছে। এ জন্য পুরোদমে প্রস্তুতি চলছে। এর মাধ্যমে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির ‘সিরাজগঞ্জ বাজার থেকে সরাসরি ঢাকা আন্তঃনগর ট্রেন চালু করার দাবি’ পূরণ হচ্ছে। এর আগে একটি ট্রেন সিরাজগঞ্জ থেকে ঢাকায় চলাচল করলেও তা ছিল নানা বিড়ম্বনায় ভরা। আন্তঃনগর ট্রেন চালু করতে সিরাজগঞ্জ বাজার স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে। নির্মাণ করা হচ্ছে পানি ও তেলের ট্যাংকার। বসানো হয়েছে নতুন রেলপথ। যাকে বলা হচ্ছে লুপ লাইন। সদর আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বাজার স্টেশনের উন্নয়ন কর্মকা- সরেজমিন পরিদর্শন করেছেন। রেলওয়ের পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার খায়রুল আলমসহ অন্যান্য কর্মকর্তাও পরিদর্শন করেছেন। নর্দান ভার্সিটিতে ওয়ার্কশপ ৩ ডিসেম্বর নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে ইথনোসেনট্রিজম, স্ট্যাটেজিক কালচার এ্যান্ড লিডারশিপ বিষয়ে ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। প্রধান বক্তা ছিলেন আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান, আরসিডিএস, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার লে. কর্নেল একতেদার আহমদ সিদ্দিকী (অব)। ওয়ার্কসপে অংশগ্রহণ করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ। -বিজ্ঞপ্তি মন্দিরে অনুদানের চেক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ ডিসেম্বর ॥ দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রেরিত অনুদানের প্রায় ৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদা ইয়াসমিন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নওগাঁর সহকারী পরিচালক সাথী মজুমদার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম প্রমুখ। ভিক্ষুক এখন ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৫ ডিসেম্বর ॥ ভিক্ষা ছেড়ে দেব কর্ম একটা বেছে নেব, পিতা মাতার ভরণ-পোষণ সন্তান নেব। এই স্লোগানকে সামনে রেখে ভিক্ষুকমুক্ত ভালুকা ঘোষণার লক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায়, ভিক্ষা থেকে ব্যবসা। সোমবার বিকেলে গোয়ারী নন্দীবাড়ি বাজারে রফিকুল ইসলাম নামে এক ভিক্ষুককে একটি মুদি দোকান ও ২২ হাজার টাকা প্রদান করা হয়। স্থানীয় বিরুনিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি চেয়ারম্যান রিদওয়ান সারোয়ার রব্বানীর সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার ওই দোকান ও টাকা প্রদান করেন।
×