ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রৌমারীতে হাতি আতঙ্কে গ্রামবাসী

প্রকাশিত: ০৪:০৪, ৬ ডিসেম্বর ২০১৬

রৌমারীতে হাতি আতঙ্কে গ্রামবাসী

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রৌমারীতে ১০ গ্রামের মানুষ হাতির আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। উপজেলার শৌলমারী ও যাদুরচর ইউনিয়নের সীমান্তবর্তী গয়টাপাড়া, দক্ষিণ আলগারচর ও খেয়ারচর এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে হাতিগুলো। এ সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। গ্রামের মানুষ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে হাতির দলকে ফেরত পাঠানোর চেষ্টা করছে। রৌমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু জানান, ভারতীয় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭২ দিয়ে দুটি বাচ্চা হাতিসহ ১৩টি হাতি শনিবার রাতে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেয়। সোমবার দুপুরে হাতিগুলো শৌলমারীর গয়টাপাড়া গ্রামে ঢুকে পড়ে। ভয় পেয়ে এলাকার লোকজন দিগি¦দিক ছোটাছুটি শুরু করে। পরে একত্রিত হয়ে এলাকার লোকজন হাতিগুলো তাড়ানোর চেষ্টা চালায়। এখন পর্যন্ত বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি না হলেও বেশকিছু আখক্ষেত নষ্ট হয়েছে। হাতির দলকে দেখতে আশপাশের কৌতূহলী জনতা ওই সব এলাকায় ভিড় জমায়। গয়টাপাড়া গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতিগুলো যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। হাতিগুলো ধানক্ষেত, সরিষাক্ষেত, আক্ষেত ও ভুট্টাক্ষেতে প্রবেশ করে ফসলের ব্যাপক ক্ষতি করেছে। আমরা কোনভাবেই আমাদের জমির ফসল রক্ষা করতে পারছি না। আমাদের ফসল রক্ষায় প্রশাসনের কোন উদ্যোগ নেই, ভোরের দিকে ওই হাতির পাল এসে জমির ফসল নষ্ট করছে। ঘটনার সত্যতা স্বীকার করে জামালপুর ৩৫ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান জানান, হাতিগুলোকে উত্তেজিত না করার জন্য সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হচ্ছে। এছাড়া বিষয়টি বিএসএফকে অবগত করা হয়েছে। সিটিভির জিএমকে অপসারণসহ ১০ দফা দাবি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের (সিটিভি) ভারপ্রাপ্ত জিএমকে অপসারণসহ ১০ দফা দাবি জানিয়েছে মঞ্চ, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পীদের সমন্বয়ে গঠিত সম্মিলিত শিল্পী সমাজ। সোমবার সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে নেতৃবৃন্দ এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত শিল্পী সমাজ চট্টগ্রামের সভাপতি চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজন। তিনি বলেন, বিটিভি ঢাকা কেন্দ্র থেকে দুর্নীতির দায়ে বরখাস্ত প্রযোজক মনোজ সেন গুপ্ত গত এপ্রিল মাসে সিটিভি কেন্দ্রে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে যোগদানের পর থেকে দুর্নীতি বেড়ে গেছে। এ কেন্দ্রে প্রোগ্রাম পাচ্ছেন না তালিকাভুক্ত ২৭/২৮ জন সঙ্গীত পরিচালক। সিটিভিতে একই মুখ বার বার দেখা যাচ্ছে। শিল্পীদের সম্মানি নিতে আলাদা কাগজে মুচলেকা নেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলন থেকে সিটিভিকে মানসম্পন্ন ও যুগোপযোগী করতে জিএমএর শূন্যপদে নিয়োগ, দুর্নীতির তদন্ত, মানহীন অনুষ্ঠান প্রচার বন্ধ তালিকাভুক্ত শিল্পীদের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা, অযোগ্য ব্যক্তিদের টকশো বন্ধ, অডিশন নেয়ার নামে বাণিজ্য বন্ধ এবং শিল্পী সম্মানি বৃদ্ধিসহ ১০ দফা দাবি তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদ বঙ্গবাসী, মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম তিতাস প্রমুখ।
×