ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামের দাসিয়ারছড়ায় অর্ধশত নারী ভিজিডি কার্ড পাননি

প্রকাশিত: ০৪:০৪, ৬ ডিসেম্বর ২০১৬

কুড়িগ্রামের দাসিয়ারছড়ায় অর্ধশত নারী ভিজিডি কার্ড পাননি

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে ॥ কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় অর্ধশত নারী পাননি কোন ভিজিডি কার্ড। এতে সাধারণ অভাবী পরিবারের হতদরিদ্র মহিলাদের মাঝে অসন্তোষ বাড়ছে। তবে ফুলবাড়ীর মহিলাবিষয়ক কর্মকর্তা বলেছেন, দাসিয়ারছড়ার প্রতিটি পরিবারকে এর আওতায় আনা হবে। একটু ধৈর্য ধরতে হবে। সোমবার সরেজমিন বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় গিয়ে জানা যায়, ফুলবাড়ী সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খরিয়াটারী গ্রাম। এ গ্রামের প্রায় অর্ধশত নারী ভিজিডি কার্ড পাননি। কোন কোন পরিবার বয়স্ক ভাতার সঙ্গে ভিজিডি কার্ডও পেয়েছে। আবার অনেক পরিবার বয়স্ক ভাতা ও ভিজিডি কার্ড দুটিই পায়নি। অনেকে জানালেন, আমরা গরিব মানুষ, আমাদের খবর কে রাাখেন? শামসুলের স্ত্রী রাশেদা জানালেন, আমরা গরিব মানুষ। জমিজমা নেই। ছেলে-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করি। কেউ আমার খবর রাখেন না। আমরা কোন ভিজিডি কার্ড পাইনি। মর্জিনা জানান, যারা বয়স্ক ভাতা পেয়েছেন তারা আবার ভিজিডি কার্ডও পেয়েছেন, আমরা পেলাম না। আমাদের দোষ কী? একই গ্রামের ৭০ বছর বয়সী মাকরন বেওয়া জানান, মেম্বার আমার ছবি নিয়েছিল কিন্তু ভিজিডি কার্ড দেয়নি। বৃদ্ধা নছিরন জানান, আমার ছেলের স্ত্রী ভিজিডি কার্ড পেয়েছে কিন্তু আমি পাইনি। দৃষ্টিপ্রতিবন্ধী গোলেনুরের বাঁ চোখ নেই। এক চোখে দেখেন। গোলেনুর বেগম জানান, আমার চোখ নেই, আমাকে কেউ পছন্দ করেন না তাই আমি ভিজিডি কার্ড পাইনি। তখন তার চোখ দিয়ে পানি পড়ছিল। আনোয়ারের স্ত্রী মর্জিনা জানান, উপজেলা মহিলাবিষয়ক অফিসের খাতায় ১৬৮৮ ক্রমিকে নাম থাকলেও আমাকে কার্ড দেয়নি। জানি না আদৌ দেবে কি-না? নুরুলের স্ত্রী মর্জিনা জানান, তিনি বিধবা ভাতার কার্ড পেয়েছেন। অন্যদিকে সরকারীভাবে শুধুমাত্র দাসিয়ারছড়ার জন্য ২৯৫০টি ভিজিডি কার্ড বরাদ্দ দেয়া হয়। সেখানে বর্তমান ভোটার সংখ্যা রয়েছে ২ হাজার ৯২৯ জন। জনসংখ্যা রয়েছে ৬ হাজার ৮৮৯ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৫৬২ জন, মহিলা ৩ হাজার ৩২৭ জন। মোট পরিবার ১ হাজার ৩৬৪টি। বয়স্ক ভাতা পান ৬০০ জন। বিধবা ভাতা পান ২৭৫ জন। প্রতিবন্ধী ভাতা রয়েছে ৫১ জনের মধ্যে। অথচ বরাদ্দকৃত ভিজিডি কার্ড পরিবারের তুলনায় দ্বিগুণ হলেও অনেক পরিবার ভিজিডি কার্ড না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তারা।
×