ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করাচীর রিজেন্ট প্লাজা হোটেলে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:০৩, ৬ ডিসেম্বর ২০১৬

করাচীর রিজেন্ট প্লাজা হোটেলে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু

পাকিস্তানের করাচী নগরীর রিজেন্ট প্লাজা হোটেলে আগুন লেগে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে আবাসিক ওই হোটেলে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরও ৩০ জন দগ্ধ হয়েছেন বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। শাহরাহ্ ই ফয়সাল এলাকায় হোটেলটির গ্রাউন্ড ফ্লোরে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ছয়তলা ভবনে ছড়িয়ে পড়লে বহু অতিথি তাদের কক্ষে আটকা পড়েন। তিন ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ১১ জনের মৃত্যু হয় বলে এধি ফাউন্ডেশনের ফয়সাল এধি জানান। জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল সেন্টারের জরুরী বিভাগের প্রধান ডাঃ সিমিন জামালি জানিয়েছেন, অগ্নিকা-ে আহত অন্তত ৬৫ জনকে তাদের হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে হোটেলের জানালা থেকে লাফিয়ে পড়ে অনেকে আহত হয়েছেন, আবার অনেকে ছিটকে আসা কাচের আঘাতে আহত হন। অতিথিদের একটি অংশ ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন।-ডন বন্দীদের দিয়ে পেট্রোল পাম্প চালানোর পরিকল্পনা কারাগারে বন্দিদের দিয়ে পেট্রোল পাম্প চালানোর পরিকল্পনা করেছে ভারতের পশ্চিমবঙ্গের কারা দফতর। কলকাতার আলিপুর সংশোধোনাগারে বন্দিদের দিয়ে এ কাজ শুরু করা হতে পারে। সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, এ প্রকল্প চালু হলে এটাই হবে পশ্চিমবঙ্গে এ ধরনের কোনও প্রকল্প। এর আগে ভারতের বিভিন্ন জায়গায় নানা ধরনের প্রকল্প পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। বন্দিদের মূল স্রোতে ফেরাতে এর আগে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গের কারা দফতর। পেট্রোল পাম্প চালানোর ভাবনা কার্যকর হলে বন্দিরা আরও বেশি উপকৃত হবেন বলে মনে করছেন কর্মকর্তারা। প্রকল্প অনুযায়ী, প্রাথমিকভাবে আলিপুর জেলের ভেতর চালু হতে পারে একটি পেট্রোল পাম্প। -ওয়েবসাইট সবচেয়ে বেশি বিশ্বরেকর্ড... যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এ্যাশরিটা ফারম্যান ‘ম্যান অব মিশন’ নামে পরিচিত। তার দখলে বর্তমানে প্রায় দু’শটি বিশ্ব রেকর্ড রয়েছে। ২০১৪ সালে ৫৫১টা গিনেস রেকর্ড তার দখলে ছিল। ৬২ বছর বয়সী ফারম্যান গত ৩৭ বছর বিশ্বের বিভিন্ন দুর্ভেদ্য রেকর্ড ভাঙ্গার পেছনে ব্যয় করেছেন। শৈশবে তিনি গিনেস বিশ্ব রেকর্ডের প্রতি মুগ্ধ ছিলেন। -টেলিগ্রাফ ভুতুড়ে হাসপাতাল! জার্মানির বার্লিন শহর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত বিলিতজ সামরিক হাসপাতাল। এটি ভুতুড়ে হাসপাতাল নামে পরিচিত। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার তার সামরিক বাহিনীর সদস্যদের এখানে চিকিৎসা করাতেন। ১৯১৬ সালে যুদ্ধে আহত হয়ে হিটলার নিজেও এ হাসপাতালে চিকিৎসা নেন। হাসপাতালটি তৈরি হয়েছিল ১৮৯৮ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যক্ষ্মারোগীদের চিকিৎসা দিয়ে আসছিল। তবে ১৯৯৫ সাল থেকে এলাকার লোকজন অন্য এলাকায় চলে যেতে শুরু করলে এটি বন্ধ হয়ে যায়। -ডেইলি মেইল অ ন্য র ক ম পবিত্র পানির সৈকত! স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের গালিশিয় অঞ্চলের ক্যান্টব্রীয় সমুদ্র সৈকত ৩৫ কোটি বছর আগে গড়ে উঠেছিল। বছরের পর বছর পানির আঘাতে সৈকতের গুহা ও স্থাপনাগুলোর দেয়ালে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এটি ক্যাথেড্রাল নামে পরিচিত। কারণ সৈকতের ধারের পাথরগুলো দরজার মতো এমন আকারের গুহা গঠন করেছে যে হঠাৎ দেখলে কোন গির্জার ভেতরের অংশ বলে মনে হবে। এ থেকেই সৈকতটির নামকরণ হয় ক্যাথেড্রালস বা গির্জা। এটি পবিত্র পানির সৈকত ও দ্য ক্যাথেড্রালস হিসেবে পরিচিত। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পবিত্র সপ্তাহ উৎসব পালিত হয়। -ওয়েবসাইট
×