ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আকস্মিক পদত্যাগের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৪:০১, ৬ ডিসেম্বর ২০১৬

আকস্মিক পদত্যাগের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আট বছর দায়িত্ব পালন শেষে অপ্রত্যাশিতভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। বিষয়টিকে নিজের জীবনে নেয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত উল্লেখ করে জন কি আবেগাপ্লুত হয়ে বলেন, আমি জানি না এরপর আমি কী করব। খবর বিবিসির। ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি নয়া প্রধানমন্ত্রী হিসেবে কাউকে বেছে নেয়ার আগ পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী বিল ইংলিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। নিউজিল্যান্ড হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, জন কি একজন জনপ্রিয় নেতা। স্ত্রী ব্রোনার অনুরোধে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ন্যাশনাল পার্টির হয়ে তৃতীয়বারের মতো জয়ী কি বলেন, ২০১৭ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কি এ ঘোষণা দেন। পারিবারিক কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। আগামী ১২ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার দিন নির্ধারণ করেছেন। ২০০৮ সালে লেবার পার্টির ৯ বছরের শাসনের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ককে সরিয়ে প্রধানমন্ত্রী হন জন কি। ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট জন কির নেতৃত্বে নিউজিল্যান্ড ভালভাবেই সামাল দিতে সক্ষম হয়। তার সময়ে দেশটির উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতিও হয়েছে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যেতে আগ্রহী নওয়াজ শরিফ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে আগ্রহী পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আগামী মাসে তিনি এ উপলক্ষে ওয়াশিংটনে যেতে পারেন বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে। গত সপ্তাহে নওয়াজ শরিফ এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপের পর নওয়াজের যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। খবরে বলা হয়েছে, শরিফের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী তারিক ফাতেমি রবিবার যুক্তরাষ্ট্রে গেছেন সফরের দিনক্ষণ ঠিক করতে। ফাতেমি ১০ দিন ওয়াশিংটনে থাকবেন এবং ট্রাম্প শিবিরের সঙ্গে সাক্ষাত করবেন। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা নিয়েও তিনি আলোচনা করবেন। -এনডিটিভি
×