ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ

প্রকাশিত: ২৩:১৬, ৫ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত নগরীর নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে অস্থায়ী কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো: নুরুজ্জামান তালুকদার সাত মেয়র প্রার্থীসহ ২০১ জন কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বরাদ্দ দেন। সাড়ে এগারোটায় ‘নৌকা’ প্রতীক গ্রহণ করেন আওয়ামীলীগ দলীয় প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী। বেলা পৌঁনে ১২টায় বিএনপি দলীয় মেয়র প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ‘ধানের শীষ’ প্রতীক গ্রহণ করেন। বেলা ১১টায় প্রথম প্রতীক গ্রহণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী এ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলকে। তার প্রতীক ‘কোদাল’। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ ‘হাত পাখা’ প্রতীক গ্রহণ করেন। ইসলামী ঐক্যজোটের মুফতি এজহারুল ইসলাম পান ‘মিনার’ প্রতীক। এলডিপি’র কামাল প্রধান পান ‘ছাতা’ প্রতীক। কল্যাণ পার্টির মেয়র প্রার্থী রাসেল ফেরদৌস ‘হাতঘড়ি’ প্রতীক। এদিকে প্রতীক বরাদ্দ উপলক্ষে নগরীতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন দলের ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা মিছিল নিয়ে এসে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে জড়ো হয়। রিটার্নিং কর্মকর্তা মো: নুরুজ্জামান তালুকদার জানান, মেয়র পদে ৭ জন, ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন এবং ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আমরা প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর জন্য অনুরোধ করছি। যদি কোন প্রার্থী আচরণবিধি ভঙ্গ করে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারী করে দেন।
×