ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্লে-অফের লড়াইয়ে লড়বে যারা

প্রকাশিত: ২২:১৯, ৫ ডিসেম্বর ২০১৬

প্লে-অফের লড়াইয়ে লড়বে যারা

অনলাইন ডেস্ক ॥ বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) সাত দলের দুইবার করে প্রতিদ্বন্দ্বিতা করা সম্পন্ন হয়েছে। এরই মধ্যে দিয়ে প্লে-অফের জন্য চার দল নিশ্চিত হয়ে গেছে। এবার পালা নির্ধারিত দলগুলোর প্লে-অফে অংশ গ্রহণ করার। বিপিএলের প্লে-অফের নিয়ম নিচে পড়ে দেখুন। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স লড়বে কোয়ালিফায়ার ১ ম্যাচে। তৃতীয় ও চতুর্থ দল চিটাগাং ভাইকিংস ও রাজশাহী কিংস মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে। কোয়ালিফায়ার ১ ম্যাচের বিজয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে। তবে পরাজিত দলেরও ফাইনালে খেলার সুযোগ থাকবে। কারণ, এলিমিনেটর ম্যাচের হারা দল বিদায় নেবে। কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে। আর এ ম্যাচের লড়াইয়ে জেতা দল ফাইনালে উঠবে। শিরোপার জন্য লড়া কোয়ালিফায়ার ১ জিতে আগেই ফাইনালে উঠে যাওয়া দলটির সঙ্গে। সব ম্যাচ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ ম্যাচগুলোর আগে ৫ ডিসেম্বর (সোমবার) দলগুলোকে বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী ৬ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১টায় এলিমিনিটের ম্যাচ অনুষ্ঠিত হবে। এখান থেকেই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জন দল নির্ধারিত হবে। একই দিনে সন্ধ্যা পৌনে ছয়টায় কোয়ালিফায়ার ১ ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। আগামী ৭ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা পৌনে ছয়টায় কোয়ালিফায়ার ২ ম্যাচ অনু্ষ্ঠিত হবে। এরপর আগামী ৯ ডিসেম্বর বিপিএলের চতুর্থ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ।
×