ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভিয়েতনামে বন্যায় ১৩ জনের মৃত্যু

প্রকাশিত: ১৯:৩৭, ৫ ডিসেম্বর ২০১৬

ভিয়েতনামে বন্যায় ১৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ আসছে দিনগুলোতে আরো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে বলে রোববার জানিয়েছে দেশটির সরকার ও রাষ্ট্রীয় গণমাধ্যম। বন্যায় বৃহস্পতিবার থেকে বিন দেহ প্রদেশে ছয় জন এবং কুয়াং নগাই প্রদেশে চার জনের মৃত্যু হয়েছে। দুটি প্রদেশের ১০ হাজারেরও বেশি বাড়ি পানিতে ডুবে গেছে। শনিবার কুয়াং নাম প্রদেশে চার থেকে ১৩ বছর বয়সী তিনটি শিশু বন্যার পানিতে ভেসে গেছে। এ পরিস্থিতিতে দক্ষিণ দিকে এগুতে থাকা একটি শৈত্য প্রবাহের প্রভাবে সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোতে তীব্র বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোতে অক্টোবর থেকে শুরু হওয়া বন্যায় ৬৫ জন মারা গেছে, দুই লাখ ঘরবাড়ি ডুবে গেছে এবং সড়ক ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মোট ৩০ কোটি ৯০ লাখ ডলারের সমপরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
×