ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জয়ললিতার অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত: ১৯:৩১, ৫ ডিসেম্বর ২০১৬

জয়ললিতার অবস্থা আশঙ্কাজনক

অনলাইন ডেস্ক॥ গতকাল বিকেল ৫টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। চেন্নাইয়ের বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। নেত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জয়ললিতার চিকিৎসায় কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল টিম তৈরি করা হয়েছে। লন্ডন থেকে ডাঃ রিচার্ড বেলি নামের এক চিকিৎসকের পরামর্শে চলছে তার চিকিৎসা। বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। ২২ সেপ্টেম্বর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন জয়ললিতাকে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে রবিবার হৃদরোগে আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা আগেই দলের পক্ষ থেকে জানানো হয়, নেত্রী সুস্থ হচ্ছেন। শিগগিরই বাড়ি ফিরবেন। জয়ললিতার অসুস্থতার সংবাদ পেয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রাজ্যপালকে ফোন করে জয়ললিতার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। ইতোমধ্যে জয়ললিতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় করেছেন তার সমর্থকরা।
×