ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢামেক থেকে পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৮:১৫, ৫ ডিসেম্বর ২০১৬

ঢামেক থেকে পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামি সোহেল (৪২) কে কেরানীগঞ্জ নুরেরচরের নিজ বাড়ি থেকে ফের গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোর ৫টা ১৮ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান তাকে গ্রেফতার করে নিয়ে আসেন। পলাতক আসামিকে পুলিশের কোন প্রকার সহায়তা ছাড়াই গ্রেফতার করা কারা ইতিহাসে এই প্রথম বলে জানা গেছে। গত কয়েকদিন যাবত আসামি সোহেলকে গ্রেফতারের জন্য কারাগারের কর্মকর্তা কর্মচারীরা হন্যে হয়ে খুঁজছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ানের নেতৃত্বে ৪ কারা পুলিশের একটি দল গোপনে আসামি সোহেলের বাড়ির আশপাশে ওৎ পেতে থাকে। পরে সোহেল বাড়িতেই অবস্থান করছে নিশ্চিত হয়েই তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের পাবলিক টয়লেট থেকে ভেন্টিলেটর খুলে পালিয়ে যায় সোহেল। সে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। এ ঘটনায় ঢামেক হাসপাতালে দায়িত্বরত দুই কারারক্ষীকে সামরিক বরখাস্ত করা হয়েছে। তারা হচ্ছেন- আজিজুল হাকিম (ব্যাচ নং ১২৫৯১) এবং নজরুল মানিক (ব্যাচ নং- ১২৯৭২)। একইসঙ্গে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের নির্দেশে ঢাকা বিভাগের কারা উপ মহাপরিদর্শক তৌহিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
×