ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইভীর পাশে ১৪ দল

খালেদার প্রস্তাব অন্তঃসারশূন্য ও নতুন ষড়যন্ত্রের অংশ ॥ নাসিম

প্রকাশিত: ০৮:০১, ৫ ডিসেম্বর ২০১৬

খালেদার প্রস্তাব অন্তঃসারশূন্য ও নতুন ষড়যন্ত্রের অংশ ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রস্তাবকে অন্তঃসারশূন্য ও নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে আলোচনার নামে ধূম্রজাল সৃষ্টি করার জন্যই খালেদা জিয়া বারবার মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে আসছেন। তাঁর ইসি গঠনের প্রস্তাব মূলত দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আবারও ঘোলাটে করার পাঁয়তারা। এছাড়া সেনাবাহিনীকে নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার প্রস্তাব দিয়ে উনি দেশপ্রেমিক এ বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছেন। রবিবার ধানম-ির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দল আদর্শিক জোট। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীর পক্ষে যৌথভাবে মাঠে নামার বিষয়ে কাজ করছে ১৪ দল। সবাই ঐক্যবদ্ধভাবে আইভীকে বিজয়ী করার জন্য কাজ করতে একমত হয়েছেন। ১৪ দলীয় বৈঠক সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগ নেতারা আইভীকে ১৪ দলের একক প্রার্থী করার প্রস্তাব দেন। এ সময় সেখানে উপস্থিত জাসদের (একাংশ) শিরীন আখতার বলেন, দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত জানানো যাবে। সূত্র জানায়, ১৪ দলের বৈঠকের সিদ্ধান্তের আলোকে আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে যায়। সেখানে আলোচনার ভিত্তিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাসদ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। ১৪ দলের প্রার্থী হিসেবে আইভীর পক্ষেই জাসদ কাজ করবে বলে প্রতিশ্রুতিও দেয়া হয়। সূত্র জানায়, বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং স্বাধীনতাবিরোধীরা যাতে সুযোগ না পায় সেজন্য জাসদ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে। হাঙ্গেরিগামী প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজের মধ্য আকাশে যান্ত্রিক ত্রুটির ঘটনায় শুধু তদন্ত নয়, ঘটনার অন্তরালে জড়িতদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছে কেন্দ্রীয় ১৪ দল। সূত্র জানায়, গতকাল ১৪ দলের বৈঠকে এমন দাবি করেন নেতারা। জানা গেছে, বৈঠকের শুরুতে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টদের উদাসীনতা ও দায়িত্বে গাফিলতির কারণেই বারবার এ ধরনের ঘটনা ঘটছে। দায়িত্ব সংশ্লিষ্টরা এ রকম গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দায়িত্বে অবহেলা করতে পারে না। এ ঘটনায় শুধু তদন্ত করলেই হবে না, ঘটনার অন্তরালে যারা জড়িত আছে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লাহ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের নাজমুল হক প্রধান, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভা-ারী এমপি, মহাসচিব এমএ আওয়াল এমপি, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণতন্ত্র মজদুর পার্টির জাকির হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডাঃ ওয়াজেদুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। নারী নির্যাতন রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন ॥ সারাদেশে সম্মিলিত উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধমূলক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ সমাজকেই নেতৃত্ব দিতে হবে। শুধু শহরকেন্দ্রিক না হয়ে গ্রামে গ্রামে এ আন্দোলন ছড়িয়ে দিতে হবে। কতিপয় বখাটে দুর্বৃত্তের জন্য সমগ্র তরুণ সমাজের সুনাম নষ্ট হচ্ছে। অথচ এই তরুণ সমাজই ’৫২-তে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। ’৭১-এ রক্ত দিতে ঘর ছেড়েছিল। এরাই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড় করিয়েছে। তাদের সুনাম ফিরিয়ে আনতে সচেষ্ট থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন্স এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে সেন্টার ফর মেন এ্যান্ড ম্যাসকুলিনিটিজ স্টাডিজের (সিএমএমএস) সহায়তায় ‘দি ক্যাম্পাস হিরো ক্যাফে’ শীর্ষক ফলিত গবেষণা প্রকল্প বিষয়ক দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নাহিম রাজ্জাক এমপি, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, বিশ্ববিদ্যালয় উইমেন্স এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাইখ ইমতিয়াজ প্রমুখ।
×