ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এমপি এমিলির পিতার দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৮:০০, ৫ ডিসেম্বর ২০১৬

এমপি এমিলির পিতার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপির পিতা ইস্টার্ন নিউজ এজেন্সি-এনা’র অন্যতম প্রতিষ্ঠাতা, প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবী মোঃ নূরুল ইসলাম খানের (৮৫) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে নিজ গ্রাম লৌহজং উপজেলার শামুরবাড়ি মাঠে তৃতীয় জানাজা শেষে শামুরবাড়ি কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে উপজেলার ঢুলুগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ জোহর দ্বিতীয় এবং সকাল ১০টায় তার ঢাকা বাসভবনের কাছে পল্টন জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন নুরুল ইসলাম খান। দাফন অনুষ্ঠানে অংশ নেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জামান, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহিদুল হক পাটোয়ারী, লৌহজং এবং টঙ্গীবাড়ি উপজেলার প্রায় সকল ইউপি চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, রাজনৈতিক জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। দ্বিতীয় জানাজার আগে মোহাম্মদ মহিউদ্দিন ’৭১ সালের ২৬ মার্চ পাক হানাদার বাহিনীর হাত থেকে মোঃ নূরুল ইসলাম খান যেভাবে অনেকের প্রাণ রক্ষা করেন সেই স্মৃতি তুলে ধরেন। এ সময় উপস্থিত লোকজন আবেগাপ্লুত হয়ে পড়েন। জানাজার আগে প্রয়াত খানের বড় পুত্র তোহা ইসলাম খান তার বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। মঙ্গলবার শামুরবাড়ি নিজ বাসভবনে তার কুলখানি অনুষ্ঠিত হবে। নূরুল ইসলাম খানের মৃত্যুতে দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ এবং মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
×