ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রাকৃতিক উপায়ে ঠোঁট ফাটা সমাধান

প্রকাশিত: ০৬:২০, ৫ ডিসেম্বর ২০১৬

প্রাকৃতিক উপায়ে ঠোঁট  ফাটা সমাধান

শরীরের সবচেয়ে প্রথম দৃশ্যমান অংশ ঠোঁট। আপনার চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে আপনার সুন্দর ঠোঁট। এতে আপনার বাক্তিত্বও বাড়বে। শীত শুরু হয়েছে। ঠাণ্ডা বাতাসের কারণে ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, চামড়া ওঠা, ফাটাভাব ও কালচে হওয়া এগুলো খুবই নিয়মিত সমস্যা। ঠোঁটের ত্বক খুবই নরম এবং সেনসেটিভ। ঠাণ্ডা-গরম, সূর্যরশ্মি আর দূষণ সবই ঠোঁটের জন্য ক্ষতিকর। প্রত্যেকেই নিজের ঠোঁটকে আরও আকর্ষণীয় এবং পোশাকের সঙ্গে মানানসই করতে ব্যবহার করেন নানা প্রসাধনী। কিন্তু বর্তমান প্রতিকূল পরিবেশ এবং বিভিন্ন প্রসাধনীর রাসায়নিক প্রভাবে এই শুভ্র গোলাপি ঠোঁট তার সৌন্দর্য হারিয়ে কালচে হয়ে যায়। প্রাকৃতিক উপায়ে এবং কিছু নিয়ম মেনে ঠোঁটকে করা যায় সুন্দর এবং আকর্ষণীয়। আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে, তবে তা এখনই ছাড়তে হবে। এর কোন বিকল্প নেই। দিনে দুবারের বেশি চা বা কফি পান থেকে বিরত থাকুন। এ্যালকোহল এড়িয়ে চলুন। যাদের ঠোঁটে কালো দাগ রয়েছে তারা কখনই খুব গরম খাবার খাবেন না। খাবার কিছুটা ঠা-া করে তারপর খান। অতিরিক্ত তাপ ঠোঁটের কালো দাগকে বাড়িয়ে দিতে পারে। প্রথমেই লিপস্টিকের ব্যবহার একটু কমাতে হবে। ব্যবহার করলেও হালকা রং ভাল, কারণ গাঢ় রঙে লিপস্টিক এ ঠোঁট বেশি কালো হয়ে যায়। ঠোঁটে লিপস্টিক এর বদলে লিপ আইস ব্যবহার করতে পারেন। ঠোঁটকে সতেজ রাখতে সবসময় গ্লিসারিন ব্যবহার করতে পারেন। প্রতিদিন গ্লিসারিন, অলিভ অয়েল, মধু ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে লাগালে ঠোঁটের উজ্জ্বলতা ফিরে আসবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে নারিকেলের তেলের সঙ্গে বাদাম তেল মিশিয়ে ঠোঁটে লাগান। সপ্তাহে দুদিন এই প্যাকটি ব্যবহার করুন। কালো দাগ দূর হবে। একটা লেবুর অর্ধেক কেটে তার উপর দুই ফোঁটা মধু দিয়ে বৃত্তাকারে ঠোঁটে ম্যাসাজ করতে হবে। এরপর বরফ জলে ঠোঁট ধুয়ে ফেললে ভাল ফল পাওয়া যায়। লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। এতে ঠোঁটের কালোভাব দূর হবে। ধনে পাতার রসও ঠোঁটের কালোভাব দূর করে। আর্দ্রতার কারণে যাদের ঠোঁট কালো হয়, তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে গ্লিসারিন অথবা আমন্ড তেল মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। গোলাপের পাপড়ি পিষে এর মধ্যে গ্লিসারিন মিশিয়ে নিন। তা প্রতিদিন ঠোঁটে লাগান। আপনার ঠোঁটের চমক এমনিতেই বেড়ে যাবে। ঠোঁট গোলাপি করতে হলে গোলাপের পাপড়ির রসের মধ্যে তুলসী পাতার রস মিশিয়েও লাগাতে পারেন। এতে কালো দাগ দূর হবে। কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোঁটে ঘষে নিনÑ কালো দাগ তো উঠবেই; সঙ্গে ঠোঁটে গোলাপি ভাব আসবে! যাপিত ডেস্ক
×