ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুচিকে অবশ্যই রোহিঙ্গা গণহত্যা বন্ধ করতে হবে ॥ নজিব রাজাক

প্রকাশিত: ০৫:২৩, ৫ ডিসেম্বর ২০১৬

সুচিকে অবশ্যই রোহিঙ্গা গণহত্যা বন্ধ করতে হবে ॥ নজিব রাজাক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রবিবার দেশটির প্রধানমন্ত্রী নজিব রাজাক বলেছেন, মিয়ানমারের আউং সান সুচিকে অবশ্যই রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে হবে। সুচির নীরব থাকা নিয়েও তিনি বিদ্রƒপ মন্তব্য করেন। খবর এএফপির। পাঁচ হাজার লোকের এক র‌্যালি শেষে দেয়া ভাষণে নজিব রাজাক আরও বলেন, মিয়ানমার সরকারকে অবশ্যই পশ্চিমাঞ্চলের রক্তপাত থামাতে হবে। এতে হাজারও রোহিঙ্গা বাস্তুহারা, অনেকেই ধর্ষণ, নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন। সুচির নোবেল পাওয়াকে ব্যঙ্গ করে নজিব রাজাক বলেন, আউং সান সুচির নোবেলের কাজ কি? আমরা তাকে বলতে চাই, যথেষ্ট হয়েছে... আমরা অবশ্যই মুসলমান ও ইসলামকে রক্ষা করব। আমরা এ জন্য ওআইসিকে (অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) যথাযথ ভূমিকা পালন করা আহ্বান জানাচ্ছি। ওআইসি ও জাতিসংঘের উদ্দেশে তিনি বলেন, দয়া করে কিছু করুন। জাতিসংঘ কিছু করুন। বিশ্ব এভাবে গণহত্যার বিষয়টি বসে বসে দেখতে পারে না। মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে সমালোচনা অব্যাহত রেখেছে মালয়েশিয়া। সম্প্রতি দেশটি মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে।
×