ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনুমোদিত মূলধন বাড়াবে জেনারেশন নেক্সট ফ্যাশন

প্রকাশিত: ০৫:২১, ৫ ডিসেম্বর ২০১৬

অনুমোদিত মূলধন বাড়াবে জেনারেশন নেক্সট ফ্যাশন

অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের পরিচালনা পর্ষদ। এছাড়াও রাইট ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের সময়সীমা বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটি ৪০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। এদিকে রাইট ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের সময়সীমা ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে। এ জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২২ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন বেলা ১১টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণ আশুলিয়ার ইরাপুরে ইজিএম অনুষ্ঠিত হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×