ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাক্কানি পাল্পের টিস্যু পেপার প্রকল্পের ব্যয় বাড়বে

প্রকাশিত: ০৫:২০, ৫ ডিসেম্বর ২০১৬

হাক্কানি পাল্পের টিস্যু পেপার প্রকল্পের ব্যয় বাড়বে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প এ্যান্ড পেপার লিমিটেডের টিস্যু পেপার প্রকল্পের ব্যয় বেড়েছে। শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত সংশোধিত প্রস্তাব অনুমোদন করা হয়। সূত্র জানায়, বৈদ্যুতিক সাবস্টেশন স্থাপন ও বেসামরিক ভিত্তি কাজের জন্য প্রকল্প ব্যয় বেড়েছে। কোম্পানির টিস্যু পেপার প্রকল্পের ব্যয় ২২ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার টাকা থেকে ৩১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার টাকা বেড়েছে। অর্থাৎ প্রকল্প ব্যয় বেড়েছে ৯ কোটি ২৮ লাখ ৮৪ হাজার টাকা। হাক্কানি পাল্প ব্যাংক ঋণের মাধ্যমে এই অতিরিক্ত অর্থ ব্যয় মেটাবে।
×