ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৫:১৯, ৫ ডিসেম্বর ২০১৬

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনও আগের দিনের তুলনায় সামান্য কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে ৭৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭০ কোটি ৫ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৮০৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বাজার সংশ্লিষ্টদের মতে, গত কিছুদিন ধরেই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কিছুটা বাড়ছিল। যার কারণে মুনাফায় থাকা অনেক বিনিয়োগকারীই বিনিয়োগ কৌশল পরিবর্তন করছেন। এছাড়া ডিসেম্বর ক্লোজিংকে ঘিরে অনেকেই নতুন করে পোর্টফলিও পুনর্বিন্যস্ত করছেন। ফলে বাজারে শেয়ার কেনাবেচার পরিমাণ বাড়ছে। তবে বিনিয়োগকারীদের দ্রুত মুনাফা তোলার প্রবণতার কারণে টানা দর বাড়ছে না কোন কোম্পানির। এটি বাজারের জন্য ইতিবাচক। এছাড়া জেড ক্যাটাগরির দুই-একটা শেয়ারের বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেলেও অন্যগুলোর প্রতি আগ্রহ কমেছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৬, কমেছে ১৩৯ এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে প্রধান বাজারে সব ধরনের সূচকই বেড়েছিল। কিন্তু কিছু সময় পরই শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকে। তবে শেষ বিকেলে বিক্রির চাপ আরও বেড়ে যায়। যার কারণে প্রধান মূল্য সূচক দশমিক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮২২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক দশমিক ০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮৩ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ন্যাশনাল টিউবস, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, শাশা ডেনিমস, আরএসআরএম স্টিল, অলিম্পিক এক্সেসরিজ, বেক্সিমকো, কাসেম ড্রাইসেল ও কনফিডেন্ট সিমেন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৩, কমেছে ১০১ এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ফরচুন সুজ, বেক্সিমকো, অলিম্পিক এক্সেসরিজ, বিএসআরএম লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক, আরএসআরএম স্টিল, ডরিন পাওয়ার ও জিপিএইচ ইস্পাত।
×