ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারত সফরে গেল ১০০ সদস্যের যুব প্রতিনিধিদল

প্রকাশিত: ০৫:১৬, ৫ ডিসেম্বর ২০১৬

ভারত সফরে গেল ১০০ সদস্যের যুব প্রতিনিধিদল

কূটনৈতিক রিপোর্টার ॥ ভারত সরকারের আমন্ত্রণে ১০০ সদস্যের একটি যুব প্রতিনিধিদল সেদেশে সফরে গেছেন। রবিবার প্রতিনিধিদলের সদস্যরা ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তাদের এ সফর উপলক্ষে এক ফ্ল্যাগিং অব অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। রবিবার ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ১০০ সদস্যের বাংলাদেশ যুব প্রতিনিধি দলের ভারত সফর উপলক্ষে ঢাকায় হাইকমিশন গত শুক্রবার এক ফ্ল্যাগিং অব অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিনিধিদলটি ৮ দিনের সফরে ভারতের বিভিন্ন শহর যেমন নয়াদিল্লী, আগ্রা, আহমেদাবাদ ও কলকাতা সফর করবে। সফরকালে দলটি ভারতের শিক্ষা, ব্যবসা, তথ্য প্রযুক্তি ও কারিগরি প্রতিষ্ঠানের তরুণদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিখ্যাত সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান ও বাণিজ্য কেন্দ্রসমূহ পরিদর্শন করবে। ফ্ল্যাগিং অব অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ শিকদার, বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা প্রতিনিধিদলের সদস্যের উদ্দেশে বক্তব্য রাখেন।
×