ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢামেক থেকে পলাতক আসামি গ্রেফতার, জেলে প্রেরণ

প্রকাশিত: ০৫:১৩, ৫ ডিসেম্বর ২০১৬

ঢামেক থেকে পলাতক আসামি গ্রেফতার, জেলে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের বাথরুম থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি সোহেলকে (৪০) গ্রেফতার করেছে কারা পুলিশ। রবিবার ভোরে কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। কারা অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল ইকবাল হোসেন সোহেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে। গত ২৯ নবেম্বর ঢামেক হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিল সোহেল। গত সোমবার বিকেলে অসুস্থজনিত কারণে তাকে ঢামেক হাসপাতালের ২১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হলে বহির্বিভাগ দিয়ে বের হয়ে যাওয়ার সময় হ্যান্ডকাফ বাঁধা অবস্থায় বাথরুমে ঢুকে সে। এ সময় আসামির পাহারায় ছিলেন কারারক্ষী আজিজুল ও নজরুল। অনেকক্ষণ ধরে সোহেল বাথরুম থেকে বের না হলে তাদের সন্দেহ হয়। তারা দুজন বাথরুমের দরজা ভেঙ্গে দেখে আসামি ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে গেছে। এ ঘটনার পর বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা কেন্দ্র্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর ও ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম ঢামেক হাসপাতাল পরিদর্শনে আসেন। জেল সুপার জাহাঙ্গীর কবীর জানান, দায়িত্বে থাকা দুই কারারক্ষীকেই সাসপেন্ড করা হয়েছে। এছাড়া তদন্ত করে ১৫ দিনের মধ্যেই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ছুরিকাঘাতে যুবক নিহত ॥ লালবাগ শহীদ নগরে রাহাতুল ইসলাম রাব্বি (১৮) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত রাব্বি একটি দর্জির দোকানে কাজ করতেন। রাব্বির বাবা আব্দুস সালাম জানিয়েছেন, তারা লালবাগ শহীদ নগরের ৩নং গলির একটি বাসায় ভাড়া থাকেন। রাব্বি কামরাঙ্গির চরে সানমুন টেইলার্সে কাজ করত। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাসা থেকে খাবার খেয়ে টেইলার্সের দোকানে যাওয়ার সময় শহীদ নগরের ১নং গলিতে স্থানীয় মাদকাসক্ত রবিনসহ তার সঙ্গের লোকজন রাব্বিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে। রাত দেড়টার দিকে তাকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। টাকা পয়সা ছিনিয়ে নেয়ার জন্যই হয়তো তাকে হত্যা করা হয়েছে। এলাকাবাসী ঘাতক রবিনকে ধরে পুলিশে সোপর্দ করেছে। লালবাগ থানার ওসি (তদন্ত) পরিতোষ চন্দ্র জানান, ঘটনায় রবিন নামের যুবক আটক আছে। কি কারণে হত্যাকা- ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।
×