ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উৎসব মহড়ার শব্দে পুরো সংসদে আতঙ্ক

প্রকাশিত: ০৫:০৭, ৫ ডিসেম্বর ২০১৬

উৎসব মহড়ার শব্দে পুরো সংসদে আতঙ্ক

সংসদ রিপোর্টার ॥ চলছিল দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথম কার্যদিবস। প্রথম দিনের অধিবেশনের শেষ পর্যায়ে অর্থাৎ রবিবার সন্ধ্যা ৭টার দিকে পর পর তিন থেকে ৪টি বিকট আওয়াজ শোনা যায়। এতে সংসদ ভবনের ভেতরের কর্মকর্তা-কর্মচারীরা দৌড়াদৌড়ি শুরু করে দেন। কেউ কেউ আবার সিঁড়ি বেয়ে দৌড়াতে থাকেন। দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দিগি¦দিক ছুটতে থাকে। এ ঘটনায় পুরো সংসদেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুঞ্জন শুরু হয় জাতীয় সংসদে হামলা হলো কী না। এতে আতঙ্কের মাত্রা আরও বেড়ে যায়। সংসদ সচিবালয়ের ভেতরের মসজিদে থাকা মুসল্লিরা দ্রুত মসজিদ ছেড়ে বাইরে বের হয়ে আসেন। এ সময় তাদের চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। সংসদের মূল গেটের দায়িত্বরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভাই অনেকে নামাজ শেষ না করেই দৌড়াতে থাকেন। ঘটনা কি ঘটেছিল জানতে চাইলে সংসদের কর্মকর্তারা জানান, ৭ ডিসেম্বর বিদ্যুত ১৩ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করায় উৎসব করা হবে। এজন্য একটি মহড়া চলছিল। এবিষয়টি নিয়ে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া জাতীয় সংসদের সার্জেট এ্যাট আর্মসকে ডেকে জানতে চান সংসদ অধিবেশন চলাকালীন এ ধরনের ঘটনা কেন ঘটানো হলো। এর জবাবে সার্জেট এ্যাট আর্মস জানান, স্পীকারের অনুমতি রয়েছে। সংসদ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ অধিবেশন থেকে চলে যাওয়ার পরপরই এমন ঘটনা ঘটানো হয়। সংসদের দক্ষিণ প্লাজায় আতশবাজি ফুটানো হয়। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, সংসদ অধিবেশন শেষ হলে এমন মহড়া দিলে কী ক্ষতি হতো? সংসদ এলাকা থেকে জিয়ার কবরসহ অন্যান্য স্থাপনা সরানোর দাবি ॥ জাতীয় সংসদ এলাকা থেকে জিয়ার কবরসহ বিধিবহির্ভূত সকল স্থাপনা সরানোর দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুরজাহান বেগম। রবিবার জাতীয় সংসদে ৭১ বিধিতে উত্থাপিত নোটিসের ওপর বক্তৃতা দিতে গিয়ে তিনি এ দাবি জানান। নুরজাহান বেগম বলেন, সংসদের মূল নক্সা লঙ্ঘন করে জিয়াউর রহমানের মরদেহ সমাধিস্থ করা হয়। এছাড়া সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিমে মানিক মিয়া এ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তের লাগোয়া এলাকায় ৫ বিঘারও বেশি জায়গা জুড়ে জাতীয় কবরস্থান নাম দিয়ে আরও অন্তত ৭ জনকে সমাধিস্থ করা হয়েছে। এছাড়া বিএনপির শাসনামলে তৎকালীন গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস মূল নক্সা ভেঙ্গে আসাদগেটের উল্টো দিকে সংসদ ভবনের জায়গায় পেট্রোলপাম্প স্থাপনের জন্য নিজের ভাইকে জায়গা বরাদ্দ দেন।
×