ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রিজার্ভ চুরি: বাংলাদেশের তদন্ত প্রতিবেদন চায় ফিলিপাইন

প্রকাশিত: ০২:৩১, ৪ ডিসেম্বর ২০১৬

রিজার্ভ চুরি: বাংলাদেশের তদন্ত প্রতিবেদন চায় ফিলিপাইন

অনলাইন ডেস্ক ॥ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশের তদন্ত প্রতিবেদন চেয়েছে ফিলিপাইন সরকার। দেশটির অর্থমন্ত্রী এ ব্যাপারে অনুরোধ জানিয়েছেন বলে রবিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। সফররত বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে গত সপ্তাহে সাক্ষাৎ করেন ফিলিপাইনের অর্থমন্ত্রী কার্লোস ডোমিনগুইজ। সে সময় তিনি বাংলাদেশের চুরি যাওয়া অর্থ উদ্ধারে ফিলিপাইন সরকারের পক্ষে যতুটুকু করা সম্ভব তা করার আশ্বাস দেন। বৈঠকের পর ডোমিনগুইজ এক বিবৃতিতে বলেন, ঢাকা তার তদন্তের ফল বিনিময়ের জন্য ম্যানিলা 'জোরালো সুপারিশ' করছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভুয়া সুইফট বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাং ক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে ফিলিপাইনে পাঠানো হয়। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) চারটি হিসাবের মাধ্যমে ওই অর্থ পরে জুয়ার টেবিলে চলে যায়। হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংকিং খাত থেকে চুরির সবচেয়ে বড় এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে ফিলিপাইনের সিনেট কমিটি। এরপর এক ক্যা সিনো মালিকের কাছ থেকে ১ কোটি ৫২ লাখ ডলার উদ্ধারের পর তা ফেরত পায় বাংলাদেশ। বাকি ছয় কোটি ৫৮ লাখ ডলার উদ্ধারে ফিলিপাইন সফরে যায় আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। দু'দিন আগে দেশে ফিরেছে প্রতিনিধিদল। এর আগে ‘অপরাধীরা সচেতন হয়ে যাবে’ উল্লেখ করে তদন্ত প্রতিবেদন প্রকাশ না করার কথা জানায় বাংলাদেশ। তবে এ ব্যাপারে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বলেন, ‘আমাদের কাছে এখনও কেউ কিছু জানতে চায়নি।’
×