ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেলা পরিষদ নির্বাচনের তফসিল কেন অবৈধ নয়

প্রকাশিত: ০১:০৫, ৪ ডিসেম্বর ২০১৬

জেলা পরিষদ নির্বাচনের তফসিল কেন অবৈধ নয়

স্টাফ রিপোর্টার ॥ জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকার্ট। একইসঙ্গে জেলা পরিষদ আইনের তিনটি ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে নার রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি মুহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী ইউসুফ আলী আকন্দ জানান, নির্বাচন নিয়ে পরোক্ষ ভোটের মাধ্যমে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে জেলা পরিষদ আইনের ৪ (২), ১৭ ও ৫ ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত। গত ২০ নভেম্বর জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর পার্বত্য তিন জেলা বাদে বাকি ৬১ জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
×