ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয় দিয়েই বিপিএল শেষ করলো কুমিল্লা

প্রকাশিত: ০১:০৪, ৪ ডিসেম্বর ২০১৬

জয় দিয়েই বিপিএল শেষ করলো কুমিল্লা

অনলাইন ডেস্ক ॥ বিপিএলে প্রথম পর্বের শেষ দিনে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। মিরপুরে টস জিতে কুমিল্লাকে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুর অধিনায়ক নাঈম ইসলাম। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করেছে কুমিল্লা। জয়ের জন্য খেলতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৬২ রানে থামে রংপুরের ইনিংস। ফলে এ ম্যাচে ৮ রানে জয় পায় মাশরাফির কুমিল্লা। এ জয়ের ফলে বিপিএলে শেষ চারটির ম্যাচে টানা জয় পেল কুমিল্লা। চতুর্থ আসরে শুরুটা হতাশার মধ্য দিয়ে হলেও শেষটা জয় দিয়েই স্মরনীয় করে রাখল মাশরাফি বিন মুর্তজার দল। কুমিল্লার করা ১৭০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে নিজেদের শুরুটা ভালোই হয় রংপুরের। তবে আজকের ম্যাচেও নিজেকে খোলস থেকে বের করতে পারেননি দলটির ওপেনার সৌম্য সরকার। ১২ বল মোকাবেলা করে মাত্র ৫ রানে দলীয় ৪৮ রানের সময় সাজঘরে ফেরেন তিনি। এরপর মোহাম্মদ মিথুন ও ডসনরা ব্যর্থ হলেও আজ কিছুটা আলো ছড়িয়েছে শহীদ আফ্রিদির ব্যাট। ১৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ রান করেছেন তিনি। শেষদিকে জিয়াউর রহমানও আফ্রিদির সমান রান নিয়ে অপরাজিত থাকলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। রংপুরের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৫ রান আসে মোহাম্মদ শাহজাদের ব্যাট থেকেই। বল হাতে কুমিল্লার হয়ে রাশিদ খান ৩টি উইকেট পান। দুটি করে উইকেট নেন মাশরাফি ও নাবিল সামাদ। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন পান একটি উইকেট পান। শুরুতে ব্যাট করতে নেমে কুমিল্লার পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার ইমরুল কায়েস। তার ৩৫ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কার মার। ৩৬ বলে ৩ চার, ২ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে আরেক ওপেনার খালিত লতিফের ব্যাট থেকে। দুজন উদ্বোধনী জুটিতেই ১০.২ ওভারে তোলেন ৮৮ রান। তিনে নামা মারলন স্যামুয়েলস ২৪ বলে ২ চার ও এক ছক্কায় করেন ৩০ রান। এ ছাড়া আসহার জাইদি ১১ বলে ১৭, ও রশিদ খান ৪ বলে অপরাজিত ১১ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন। রংপুরের হয়ে পেসার রুবেল হোসেন ও স্পিনার আরাফাত সানী নেন ২টি করে উইকেট। শহীদ আফ্রিদির ঝুলিতে জমা পড়ে এক উইকেট। শনিবার বরিশালের বিপক্ষে রংপুর জয় পাওয়ায় শেষ চারে খেলার আশা শেষ হয়ে গেছে কুমিল্লার। আজকের ম্যাচটি তাই মাশরাফির কুমিল্লার জন্য আনুষ্ঠানিকতা ছিল মাত্র। অন্যদিকে এই ম্যাচে হারের ফিলে কিছুটা বিপাকে পড়ে গেছে রংপুর রাইডার্স। বর্তমানে ১২ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে তারা। পঞ্চম স্থানে থাকা খুলনা টাইটান্স ১১ ম্যাচে তাদের সমান পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার পঞ্চম স্থানে। দিনের শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে জিতলে রংপুরকে হটিয়ে প্লে-অফ নিশ্চিত করবে মাহমুদউল্লার খুলনা।
×