ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বস্তির আগুন নিয়ন্ত্রণে ॥ পুড়ে গেছে কয়েকশ ঘর

প্রকাশিত: ২২:৪৮, ৪ ডিসেম্বর ২০১৬

বস্তির আগুন নিয়ন্ত্রণে ॥ পুড়ে গেছে কয়েকশ ঘর

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আবারও বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পুড়ে গেছে কয়েকশ ঘর। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। বস্তির এই অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ ঘর ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন। রবিবার বিকেলে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আনার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মাসুদুর রহমান আকন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের হোটেল বা লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় ৫০০ আধা পাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, আমাদের কাছে অনেকে অভিযোগ করছেন যে, তাদের সন্তান হারিয়ে গেছে। আমরা বিষয়টি দেখছি। এ পর্যন্ত আমাদের কাছে চারজন শিশু হারিয়ে যাওয়ার খবর এসেছে। আরো আসতে পারে। কারণ এ বস্তিতে যারা থাকেন তাদের বেশিরভাগই কর্মজীবী মানুষ। তারা সকালে শিশু সন্তানদের বাসায় রেখে কাজে যান। এ সময়ের ভেতর এ ঘটনা ঘটায় শিশুদের খুঁজে না পাওয়াটা স্বাভাবিক। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কারো নিহতের খবর পাওয়া যায়নি। একজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। এদিকে, বিকেলে ঘটনাস্থলে পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক সাংবাদিকদের জানান, যে তিন-চারশ ঘর-বাড়ি পুড়েছে। এই ভুক্তভোগীদের রাতে খাবারের ব্যবস্থা করবে ঢাকা সিটি কর্তৃপক্ষ। রবিবার ‍দুপুর ২টা ৫০ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগে। এর আগে গত ১৪ মার্চ এ বস্তিতে আগুন লাগে। এতে প্রায় অর্ধশত ঘর পুড়ে যায় ও দুজন আহত হন।
×