ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হাইকোর্টে চাঁপাইনবাবগঞ্জের এসপির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ২০:৫৬, ৪ ডিসেম্বর ২০১৬

হাইকোর্টে চাঁপাইনবাবগঞ্জের এসপির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

স্টাফ রিপোর্টার ॥ ডাকাত ধরতে পারলে মেরে ফেলার আহ্বান জানিয়ে দেওয়া বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম। হাইকোর্টের তলবে হাজির হয়ে আজ রবিবার সকালে ক্ষমা প্রার্থনার আবেদন দাখিল করেছেন তিনি। বেলা ১২টার দিকে এসপির আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ এ আবেদনের বিষয়ে শুনানি করবেন। গত ২৭ নভেম্বর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে ওই এসপিকে তলবসহ রুল জারি করেন। রুলে সংবিধানবহির্ভূতভাবে জনগণকে নিজের হাতে আইন তুলে নিতে এবং কোনো অপরাধীকে বিচারবহির্ভূতভাবে মৃত্যু ঘটাতে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় কেন এসপির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চান হাইকোর্ট।
×