ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

'ফিদেল ক্যাস্ত্রের মৃত্যু হতে পারেনা'

প্রকাশিত: ২০:৩৪, ৪ ডিসেম্বর ২০১৬

'ফিদেল ক্যাস্ত্রের মৃত্যু হতে পারেনা'

অনলাইন ডেস্ক ॥ বিশ্ববিখ্যাত তারকা ফুটবলার দিয়াগো ম্যারাডোনার জীবনে ফিদেল ক্যাস্ত্রো ছিলেন বন্ধু, দার্শনিক, অভিভাবক, গাইড। মহান এই নেতার মৃত্যুর খবর শোনার পর, মন ভেঙে গিয়েছে এই ফুটবলারের। অদ্ভুত শূন্যতা গ্রাস করেছে তার জীবনে। যে শূন্যতা আর ভরাট হওয়ার নয়। জীবিত অবস্থায় ফিদেলের ওপর ছয়'শ বারের বেশি আক্রমণ হয়েছিল। মৃত্যুর মুখ থেকে প্রতিবারই ফিরে এসেছিলেন তিনি। শেষ যে বার গুজব রটেছিল ফিদেল নেই, সেবার ভয়ঙ্কর উৎকন্ঠায় ছিলেন দিইয়াগো ম্যারাডোনা। কিন্তু ফুটবল রাজপুত্রকে চিঠি লিখে নিজেই ফিদেল আশ্বস্ত করেছিলেন তাকে। কিন্তু এবার আর এমন চিঠি আসেনি। আর কখনওই আসবে না। কারণ এবার সত্যিকার অর্থেই ফিদেল চিরনিদ্রায়। ফিদেলকে কখনও নিজের বাবা মনে হয়েছে ম্যারাডোনার। আবার কখনও বা পরম মিত্র। তাই ফিদেলের শেষকৃত্যে অনুষ্ঠানে হাজির হয়ে এখন কিউবায় অবস্থান করছেন ম্যারাডোনা। আর সেখানে পৌঁছেই হৃদয় ছুঁয়ে ফেললেন পাঁচটা শব্দে। ‘আমি নিজেকে কিউবারই মানুষ ভাবি। ’ পরে তিনি আরও বলেন, ‘বিশ্বাস করি, এই পৃথিবী তার নেতাকে হারিয়েছে। কিন্তু বিশ্বদলের মালিক, নেতা ছিলেন ফিদেল। কারণ, দক্ষিণ আমেরিকাই বলুন বা ইউরোপ— কোথাও ফিদেলের মতে কোন নেতা নেই। ’ সব শেষে এই ফুটবল রাজপুত্র বলেন, ‘ফিদেল আমাদের সবার হৃদয় থাকবে। ফিদেলের মৃত্যু হতে পারে না। ফিদেলের মৃত্যু নেই। ’
×