ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় অগ্নিকাণ্ডে নিহত প্রায় ৪০

প্রকাশিত: ১৮:৩০, ৪ ডিসেম্বর ২০১৬

ক্যালিফোর্নিয়ায় অগ্নিকাণ্ডে নিহত প্রায় ৪০

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪০ জনের প্রাণহানির আশঙ্কা করছে সেখানকার পুলিশ। শুক্রবার অকল্যান্ডে একটি নৈশপার্টি চলার সময় এই আগুনের ঘটনা ঘটে। পুলিশ বলছে নয়জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হলেও আরো অনেকেরই কোনও হদিস নেই। অকল্যান্ডের একটি গুদামঘর যেটি পরে ক্লাবে রূপান্তরিত করা হয়েছিল সেখানেই চলছিল নৈশ পার্টি। সেখানে শুধু আমেরিকার লোকজনই নয় বাইরে থেকে আসা অতিথিরাও ছিলেন, বলছে স্থানীয় পুলিশ। নিহতদের মধ্যে অনেকেই অল্পবয়সী বলে ধারণা করছে পুলিশ। অকল্যান্ড পুলিশ বিভাগের একজন কর্মকর্তা সার্জেন্ট রে কেলি বলছিলেন, "দুর্ঘটনার শিকার নয়জনের বিষয়ে আমরা নিশ্চিত। আমাদের ধারণা আরও অনেক হতাহত রয়েছে কিন্তু এই মুহুর্তে সংখ্যা গণনার দিকে আমরা গুরুত্ব দিচ্ছি না।" "নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে অনেক খবর আসছে। পরিবারের সদস্যদের কাছ থেকও আসছে নিখোঁজদের তথ্য। এদের অনেকেই আমেরিকান নন, তারা বাইরে থেকে আসা পর্যটক। ক্ষতিগ্রস্তদের মধ্যে অল্পবয়সীদের সংখ্যা অনেক"। অকল্যান্ডের ফায়ার সার্ভিসের প্রধান বলছেন, নৈশপার্টি চলার সময় সেখানে ৫০ থেকে ১০০ জনের মতো মানুষ ছিলো। কনসার্ট চলার সময় সেখানে আগুনের সূত্রপাত হয়। এর আগে ফেসবুকে ঘোষণা দিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক মাধ্যমে ফায়ার সার্ভিসের পোস্ট করা ভিডিওতে দেখা যায় ভবনের ছাদে বিশাল আগুনের শিকা। সেখানে অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন দমকল কর্মীরা। সূত্র : বিবিসি বাংলা
×