ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে উদীচীর সম্মেলন

প্রকাশিত: ০৬:৩২, ৪ ডিসেম্বর ২০১৬

যশোরে উদীচীর সম্মেলন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ উদীচী যশোরের উনবিংশ জেলা সম্মেলনে আবারও ডিএম শাহিদুজ্জামানকে সভাপতি ও সাজ্জাদুর রহমান খান বিল্পবকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। তিন দিনব্যাপী এ সম্মেলনের দ্বিতীয় দিনে সাংগঠনিক অধিবেশনে সর্বসম্মতি আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার দিনব্যাপী এ অধিবেশন চলে। নবগঠিত সহ-সভাপতি হলেনÑ মাহাবুবুর রহমান মজনু, হায়দার আলী চৌধুরী সনু, তন্দ্রা ভট্টাচার্য্য, শেখর দেবনাথ, খন্দকার রজিবুল ইসলাম টিলন, আমিনুর রহমান হিরু, প্রণব কুমার ধর, জন দিলীপ দাস ও ইকবাল হোসেন। সহ-সাধারণ সম্পাদক হলেনÑ শেখ মাসুদ পারভেজ মিঠু, নবনীতা সাহা তপু ও চন্দন ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ শেখ মারুফ হাসান, বিভাগীয় সম্পাদক ফারুক আহমেদ সিদ্দিকী চন্দন, কাজী শাহেদ নওয়াজ, আলমগীর কবির, সাজেদুর রহমান অপু, শামসুন্নাহার সরদার, আব্দুর রহমান মৃধা খোকন, আসিফ আকবর নিপ্পন, রাজিব উদ্দীন খান, চামেলী মুখার্জী ও সুব্রত দাস এবং সদস্যরা হলেনÑ সোমেশ মুখার্জ্জী, হুমায়ূন কবীর হুমা, কাজী বর্ণ উত্তম, শুভঙ্কর গুপ্ত শুভ, জসীম উদ্দীন হীরা, জগদীশ চন্দ্র বসু পল্লব, গ্রেগরী সরদার, কাজী মমিনুল হক, শফিকুল ইসলাম বাবু, শাজাহান আলমগীর, রাজিব রায় রাজু, সুপ্রিয়া দাস, গোবিন্দ্র বিশ^াস, কামরুন্নাহার কণা, আব্দুল জলিল, রেফাত রেদোয়ান সেতু, রিয়াদুর রহমান, বজলুর রশীদ লেন্টু, হারুন-অর-রশীদ, কেশবপুর শাখা প্রতিনিধি, অভয়নগর শাখাপ্রতিনিধি ও গদখালী শাখা প্রতিনিধি। এদিকে নেত্রকোনা সংবাদদাতা জানান, ‘অপশক্তির অপসারণে চাই গণজাগরণ’ সেøাগানে শুক্রবার নেত্রকোনা জেলা সদরের পাবলিক হলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী স্থানীয় জেলা সংসদের ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওইদিন সকালে সম্মেলন উদ্বোধন করেন বিশিষ্ট বাউল সাধক সিরাজ উদ্দিন খান পাঠান। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক বাচ্চুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। আরও বক্তব্য রাখেন উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল আলম, কেন্দ্রীয় সদস্য সারওয়ার কামাল রবীন, সুনীল ধর, মোস্তাফিজুর রহমান খান, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট জিএম খান পাঠান বিমল, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, নেত্রকোনা কলেজের সাবেক ভিপি গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ। সম্মেলনে মোজাম্মেল হক বাচ্চুকে সভাপতি এবং নীলম বিশ্বাস রাতুলকে সাধারণ সম্পাদক করে উদীচীর ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি তুষার কান্তি রায়, মাসুদুর রহমান খান, নারায়ণ কর্মকার, মুখলেছুর রহমান, শিল্পী বিশ্বাস, অসিত বরণ ঘোষ, রতীশ মজুমদার উজ্জ্বল, হারাধন সাহা, পলাশ ভদ্র, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সঞ্জয় সরকার, রাজন ভদ্র, কোষাধ্যক্ষ সুব্রত রায় টিটু, সম্পাদকম-লীর সদস্য সঞ্জিত ঘোষ ঝুটন, তমা রায়, সুসহ বণিক মলু, সঞ্জয় সরকার হীরা, নাইম সুলতানা লিবন, মালা রানী পাল, সদস্য মোস্তাফিজুর রহমান খান, লিটন ধরগুপ্ত, রতন সরকার, অনিতা নন্দী, দেবজ্যোতি রায় জনি, মাজহারুল ইসলাম, সঞ্জীব কুমার শীল, শাহানশাহ, তাহমিনা সাত্তার, রাখাল বিশ্বাস, জুলফিকার আলী শাহীন, অমলেন্দু সরকার বাদল, আবুল কাশেম, জহরলাল দেব রায়।
×