ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পার্থিব ব্যান্ডের ‘স্বাগত বাংলাদেশে’ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৬:৩০, ৪ ডিসেম্বর ২০১৬

পার্থিব ব্যান্ডের ‘স্বাগত বাংলাদেশে’ এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ প্রায় তিন বছর পর ‘স্বাগত বাংলাদেশে’ নামের একটি নতুন এ্যালবাম প্রকাশ করল পার্থিব ব্যান্ড। বিজয়ের মাসের দ্বিতীয় দিবসে এ্যালবামের প্রকাশনা হয়। এ্যালবামটি বাজারে এনেছে সিএমভি। ২ ডিসেম্বর রাতে দেশ টিভির ফনোলাইভ কলের গান অনুষ্ঠানে এ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। আয়োজনে পার্থিব সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, সুমন কল্যাণ এবং সিএমভির প্রধান এসকে সাহেদ আলীসহ অনেকে। লাইভ প্রকাশনা উৎসবে অংশ নেন আইয়ুব বাচ্চু ও ফাহমিদা নবী। ‘স্বাগত বাংলাদেশে’ এ্যালবামটি দেশাত্ববোধক গান দিয়ে সাজানো হয়েছে। সব গানের কথা ও সুর দিয়েছেন পার্থিবের লিড গিটারিস্ট রুমন। বিশেষ করে এ্যালবামের গানগুলোতে ৫২’র ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, দেশের সামগ্রিক এগিয়ে যাওয়া, ক্রিকেট, বৈশাখের উৎসব কিংবা ঈদের আনন্দসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে গানগুলোর কথা-সুর-সঙ্গীতে। এ্যালবামের ৯টি গানের শিরোনামগুলো হলো ‘ওয়েলকাম টু বাংলাদেশ,’ ‘স্বাগত বাংলাদেশে’, ‘আমরা বাঙালি’, ‘মুক্তিযুদ্ধ’, ‘বিজয় গাঁথা’, ‘বাংলাদেশ’, ‘বাংলার বাঘ’, ‘বৈশাখ’ এবং ‘অপেক্ষার চাঁদ’। দলের সদস্যরা হলেন-লিড গিটারিস্ট রুমন কিবোর্ড ও কণ্ঠে রনি, বেজ গিটার ও রেকর্ডিংয়ে কিবরিয়া কিবু, ড্রামস ও পারকাশনসে শুভ এবং অতিথি গিটারিস্ট হিসেবে রয়েছেন সেলিম হায়দার। ব্যান্ড পার্থিবের পথচলা যুগ পেরিয়েছে গেল বছর। ২০০৩ সালে শুরু করে দলের সদস্যরা আজও নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো গতি অব্যাহত রেখেছেন। গেল ১২ বছরে ব্যান্ডটি প্রকাশ করেছে একটি ডাবল এ্যালবামসহ মোট তিনটি এ্যালবাম। পার্থিব’র জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- বাউন্ডুলে, চাঁদের আলোয় লাগলো গ্রহণ, মা, ঈমানে বলি ভালবাসি, নিঝুম রাতে, উৎসর্গ নিজেকে, একা, জাদুকরি ভালবাসা, বাউন্ডুলে-২, ডুবে আছে মন ইত্যাদি। ব্যান্ডের প্রকাশিত এ্যালবামগুলো হলো- ‘বাউন্ডুলে’ (২০০৫), ‘উৎসর্গ নিজেকে’ (২০১১) এবং ‘পার্থিব দ্য ডেফিনিটিভ এ্যালবাম’ (২০১৪)।
×