ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মঞ্চে আসছে স্বপ্নদলের ‘হেলেন কেলার’

প্রকাশিত: ০৬:২৯, ৪ ডিসেম্বর ২০১৬

মঞ্চে আসছে স্বপ্নদলের ‘হেলেন কেলার’

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মঞ্চে অন্যতম নন্দিত নাট্য সংগঠন স্বপ্নদল। সব সময় নিরীক্ষাধর্মী প্রযোজনা মঞ্চে নিয়ে আসে দলটি। প্রযোজনার আঙ্গিক, নির্দেশনায় চমৎকারিত্ব এবং অভিনয়শিল্পীদের নান্দনিক অভিনয়, মঞ্চস্থাপত্য সব মিলে দলের প্রায় বেশিরভাগ প্রযোজনাই দেশে-বিদেশের কাছে প্রশংসিত হয়েছে। নতুন নাটক মঞ্চায়নের ধারাবাহিকতায় অচিরেই মঞ্চে আসছে স্বপ্নদলের ১৭তম প্রযোজনা একক-অভিনয় নাট্য ‘হেলেন কেলার’। বিশ্বের বিস্ময় মহিয়সী নারী অন্যতম আলোচিত নারী হেলেন কেলারের সংগ্রামী জীবনী অবলম্বনে নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু। নির্দেশনা দিয়েছে স্বপ্নদলের প্রধান জাহিদ রিপন। জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক একক-অভিনয় নাট্যে (মনোড্রামা) একক অভিনয় করবেন দলের সিনিয়র সদস্য জুয়েনা শবনম। নাটকটির প্রযোজনা ব্যবস্থাপক হিসেবে রয়েছেন সাখাওয়াত শ্যামল। আগামী ৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। দলসূত্রে জানা গেছে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক মনোড্রামা ফেস্টিভ্যালে শুক্রবার সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে নাটকের মঞ্চায়ন হবে। নতুন এই প্রযোজনাটি নিয়ে অনেকটাই আশাবাদী নাট্যের নির্দেশক জাহিদ রিপন ও অভিনয়শিল্পী জুয়েনা শবনম।
×