ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়ে ফিরতে মরিয়া কোচ মরিনহো

প্রকাশিত: ০৬:২৭, ৪ ডিসেম্বর ২০১৬

জয়ে ফিরতে মরিয়া কোচ মরিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ সুদিন ফেরাবেন ম্যানচেস্টার ইউনাইটেডের। এমন আশা নিয়েই জোশে মরিনহোকে কোচের দায়িত্ব দিয়েছিলেন ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটির কর্তৃপক্ষ। কিন্তু ক্লাবের সেই আস্থার প্রতিদান দিতে পারেননি সাবেক রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ। মৌসুমের প্রথম ১৩ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে তার দল। লীগ কাপের সাময়িক বিরতির শেষে আজ আবারও মাঠে নামছে রেড ডেভিলরা। প্রিমিয়ার লীগে এভারটন স্বাগত জানাবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। দিনের অন্য ম্যাচে লিভারপুল সফর করবে বোর্নমাউথ। এই মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছে অলরেডরা। মৌসুমের প্রথম ১৩ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে জার্গেন ক্লপের দল। শীর্ষে থাকা চেলসির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান মাত্র এক। পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায় যে, ১৯৮৯ সালের পর সবচেয়ে বাজে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ দশ ম্যাচের জয় মাত্র দুটিতে। ঘরের মাঠে টানা চার ম্যাচে জয়বঞ্চিত রেড ডেভিলরা। ১৯৯০ সালের পর এবারই প্রথম ওল্ড ট্র্যাফোর্ডে টানা চার ম্যাচে জয়ের দেখা পায়নি ম্যানইউ। তবে ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট লীগ কাপে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে মরিনহোর শিষ্যরা। যদিওবা এই ম্যাচের ডাগ আউটে ছিলেন না ইউনাইটেডের কোচ। মূলত নিষেধাজ্ঞার কারণেই ডাগ আউট থেকে ছিটকে পড়েছিলেন চেলসি থেকে বরখাস্ত হওয়া হোসে মরিনহো। শুধু লীগ কাপে নয়, ইউরোপা লীগেও দুর্বার ম্যানইউ। নিজেদের শেষ ম্যাচে রুনি-ইব্রাহিমোভিচরা ৪-০ গোলে রীতিমতো উড়িয়ে দেয় ফেইনুর্ডকে। অথচ প্রিমিয়ার লীগে যেন ভাগ্য সহায় হচ্ছে না স্পেশাল ওয়ানের। তাই চরম হতাশ মরিনহো। এ প্রসঙ্গে এভারটনের বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেন, ‘আমরা লীগ কাপে ঠিক গোল করতে পারছি। ফেইনুর্ডের বিপক্ষে চার গোল করেছি আমরা। ফেনেরবাচ এমনকি ওয়েস্টহ্যামের বিপক্ষেও সমান চারটি করে গোল করেছি। কিন্তু প্রিমিয়ার লীগে লিচেস্টার সিটির বিপক্ষে চার গোল এবং সোয়ানসি সিটির বিপক্ষে তিন গোল ছাড়া বাকি সবগুলো ম্যাচেই শূন্য অথবা গোলের সংখ্যা মাত্র একটি। আমি সবসময়ই চাই গোল হোক, বিশেষ করে যখন আমরা ভাল খেলি।’ গুডিসন পার্কে সফর করার আগে মরিনহোর দুঃসংবাদ হলো অধিনায়ক ওয়েন রুনিকে পাচ্ছেন না। মূলত চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে পাঁচটি হলুদ কার্ড দেখার কারণেই রীতি অনুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন সেই খেলোয়াড়। যে কারণেই রুনি আজ খেলতে পারছেন না তারই শৈশবের ক্লাবের বিপক্ষে। তবে জুয়ান মাতা, জ¬াতান ইব্রাহিমোভিচ, এ্যান্তোনিও মার্শালদের নিয়েই আক্রমণ ভাগ সাজাতে প্রস্তুত মরিনহো। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে খেলবেন দলের মিডফিল্ডার পল পগবা এবং মারুয়ানি ফেলাইনিও। চলতি মৌসুমে এভারটন পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে। ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ব্যবধানও মাত্র এক। এদিকে দিনের অন্য ম্যাচে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা লিভারপুল মুখোমুখি হবে বোর্নমাউথের। চোটের কারণে ছিটকে পড়েন অলরেডদের ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুটিনহো। গত সপ্তাহে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। যে কারণে প্রায় ছয় সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন কুটিনহো। এর ফলে লিভারপুলের অভিজ্ঞ কোচ জার্গেন ক্লপের আস্থা ডিভোক অরিজির ওপর। এ বিষয়ে তিনি বলেন, ‘ডিভোক এখনও ২১ বছরের যুবক। ম্যাচে খেলার সুযোগ পেয়ে তা দারুণভাবে কাজে লাগিয়েছে সে। যা দেখে আমি খুবই আনন্দিত। এটা সত্যিই খুব ভাল। প্রাপ্ত সুযোগটাকে কাজে লাগানোটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। এটা সবসময় কাজে লাগে না। কিন্তু ডিভোক তা খুব ভালভাবেই কাজে লাগিয়েছে।’
×