ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ মহিলা টি২০

লঙ্কানদের কাছে হেরে লজ্জার বিদায় রুমানাদের

প্রকাশিত: ০৬:২১, ৪ ডিসেম্বর ২০১৬

লঙ্কানদের কাছে হেরে লজ্জার বিদায় রুমানাদের

স্পোর্টস রিপোর্টার ॥ আরেকটি বড় ব্যবধানের পরাজয়। এবার এমন একটি দলের বিরুদ্ধে যাদের সঙ্গে বরাবরই জয় তুলে নিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। থাইল্যান্ডে চলমান মহিলা এশিয়া কাপ টি২০ আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা মহিলা দলের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে মিশন শেষ করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার আগে ব্যাট করে ৩ উইকেটে ৯৩ রানের মামুলি সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। জবাবে ১ ওভার বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ৯৭ রান তুলে জয় নিশ্চিত করে লঙ্কান মেয়েরা। একইদিন আয়োজক দেশ থাইল্যান্ড মহিলা দলকে ৫ উইকেটে হারিয়েছে ফাইনালে ওঠে পাকিস্তান মহিলা ক্রিকেট দল। ফলে লীগ পর্বের ৫ ম্যাচের তিনটিতেই হেরে লজ্জাজনকভাবে মিশন শেষ করল রুমানা আহমেদের দল। শেষদিন পর্যন্ত সুযোগটা টিকে ছিল। লঙ্কান মেয়েদের বিরুদ্ধে জয় আর থাইল্যান্ডের কাছে পাক মেয়েদের হার হলে ফাইনালে ওঠার সুযোগ থাকতো। সেই লক্ষ্যেই শ্রীলঙ্কার মুখোমুখি হয় রুমানার দল। টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। এদিন অবশ্য শুরুটা আগের ম্যাচগুলোর মতো হয়নি। দুই ওপেনার সানজিদা ইসলাম ও শামিমা সুলতানা ৪৩ রানের উদ্বোধনী জুটি গড়ে ভাল সূচনা দিয়েছেন। তবে ততোক্ষণে প্রায় অর্ধেকটা ইনিংস শেষ হয়ে গেছে। লঙ্কান বোলারদের আঁটসাঁট বোলিংয়ের মুখে দ্রুত রান ওঠেনি। শামিমা ২৬ বলে ১ চারে ১৭ রান করে ফিরে যান। দ্বিতীয় উইকেটে আরও ২৮ রান যোগ হয়, তবে সেজন্য ৪৭ বল খরচা করে বাংলাদেশ। সানজিদা ৪৯ বলে ৩ চারে সর্বোচ্চ ৩৫ রান করে বিদায় নেন। শায়লা ৩৮ বলে ২ চারে ২৫ রান করে অপরাজিত থাকেন। শেষ ১৫ বলে ২২ রান যোগ হওয়াতে সংগ্রহ কিছুটা বড় হয়। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ৯৩ রান তোলে বাংলাদেশ। ডানহাতি পেসার চামারি আতাপাত্তু ২৪ রানে নেন দুই উইকেট। জবাব দিতে নেমে প্রথম থেকেই বাংলাদেশী বোলারদের সাঁড়াশি আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে লঙ্কান ওপেনাররা। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে নিপুনি হান্সিকাকে সাজঘরে পাঠান রুমানা। তখন সবেমাত্র ১৯ রান তুলতে পেরেছে লঙ্কানরা। তবে দ্বিতীয় উইকেটে দ্রুতবেগে ৫৮ রানের জুটি গড়ে ওঠে মাত্র ৪৯ বলে। ব্যাট হাতে নেমে রীতিমতো তা-ব চালান চামারি আতাপাত্তু। ইনিংসের ১৪তম ওভারের চতুর্থ বলে যশোদা মেন্ডিস ৩৯ বলে ৩ চারে ২৪ রান করে সাজঘরে ফেরেন রানআউট হয়ে। পরের বলেই চামারিকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন রুমানা। তিনি ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন। টানা দুটি উইকেট হারালেও জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল লঙ্কানরা। শেষ পর্যন্ত ১৯ ওভারেই ৩ উইকেট হারিয়ে ৯৭ রান তুলে জয় পায় লঙ্কানরা। রুমানা মাত্র ৭ রানে দুই উইকেট নেন। এ জয়ের ফলে এবার এশিয়া কাপে তৃতীয় স্থান নিয়ে শেষ করল শ্রীলঙ্কা মহিলা দল ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। আর ৫ ম্যাচে ৩টিতেই হেরে ৪ পয়েন্ট নিয়ে ৬ দলের মধ্যে চতুর্থ হলো বাংলাদেশের মেয়েরা। অথচ এবার ফাইনাল খেলার প্রত্যয় জানিয়ে থাইল্যান্ড গিয়েছিল রুমানার দল। লঙ্কানদের কাছেও হারতে হয়েছে। এর আগে দুটি আন্তর্জাতিক টি২০ ম্যাচেই শ্রীলঙ্কার মেয়েদের হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। এবার ব্যাটিং ব্যর্থতার কারণেই এমন ভরাডুবি হয়েছে। ভারত ও পাকিস্তানের কাছে আন্তর্জাতিক টি২০ ইতিহাসে সর্বনি¤œ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা পেতে হয়েছে। তবে ওপেনার সানজিদা আলো ছড়িয়েছেন। তিনি ৫ ম্যাচে ২২.০০ গড়ে ১১০ রান করে সর্বাধিক রান করার তালিকায় আছেন তিন নম্বরে। স্কোর ॥ বাংলাদেশ মহিলা দল ইনিংস- ৯৩/৩; ২০ ওভার (সানজিদা ৩৫, শায়লা ২৫*, শামিমা ১৭; চামারি ২/২৪)। শ্রীলঙ্কা মহিলা দল ইনিংস- ৯৭/৩; ১৯ ওভার (চামারি ৩৯, যশোদা ২৪, হান্সিকা ১০; রুমানা ২/৭)। ফল ॥ শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা মহিলা দল)।
×