ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কোহলিদের নিয়ে উচ্ছ্বসিত শেবাগ

প্রকাশিত: ০৬:২১, ৪ ডিসেম্বর ২০১৬

কোহলিদের নিয়ে উচ্ছ্বসিত শেবাগ

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলির নেতৃত্বে টেস্টে দুর্দান্ত খেলছে ভারত। ‘বিদেশের মাটিতে বিড়াল’Ñ শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ সফরে সেই অপবাদ ঘুঁচিয়ে উঠে এসেছে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। ঘরের মাটিতে ইংল্যান্ডের সঙ্গে পাঁচ টেস্টে সিরিজে এখন ২-০তে এগিয়ে তারা। স্বভাবতই স্বদেশের ক্রিকেট নিয়ে গর্বের শেষ নেই সাবেক তারকা বিরেন্দর শেবাগের। কোহলির ভারতকে তিনি সৌরভ গাঙ্গুলীর জামানার সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, এই দলটা নিয়মিতই বিদেশের মাটিতে সাফল্য তুলে আনবে। ‘কোহলির নেতৃত্বে ভারতীয় ব্যাটিং কি করতে পারে, সেটা সবাই জানে। টেস্টে ভাল ব্যাটিংয়ের সঙ্গে ভাল বোলিংও প্রয়োজন। স্পিনে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাকে নিয়ে বলার কিছু নেই। এমনকি মোহাম্মদ শামি, উমেশ যাদব আর ইশান্ত শর্মার মতো পেসাররাও ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে।’ বৃহস্পতিবার মুম্বাইয়ে শুরু ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। এক সময়ের মাঠ কাঁপানো ব্যাটসম্যান শেবাগ বলেন, ‘আমি তাই সৌরভদের কীর্তি ফিরিয়ে আনতে না পারার কোন কারণ দেখছি না। আমার মতে, সৌরভের আমলে ভারত যেভাবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল, কোহলির দলও সেটি পারবে। দারুণ একটা দল। বিশ্বের যে কোন জায়গায় জেতার ক্ষমতা ওদের আছে।’ ইংল্যান্ডের সঙ্গে চলতি সিরিজটা কোহলিরা জিতবে বলেই বিশ্বাস তার, ‘আমরা ২-০তে এগিয়ে। এখনই বলছি না ৪-০ হবে। তবে ৩-০, বা ২-১তে সিরিজ না জেতার কোন কারণ নেই। আমি আসলে শেষ দুটি টেস্টে ইংল্যান্ডের কাছ থেকে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা আশা করছি।’ আগের ম্যাচেই ঋদ্ধিমান সাহার ইনজুরিতে আট বছর পর পাওয়া সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন পার্থিব প্যাটেল। উঠে আসছেন তরুণ উইকেটরক্ষক ঋষভ পান্থ। শেহবাগ বলেন, ‘ওর ভবিষ্যত দারুণ। আমি নিশ্চত ঋষভ একদিন ভারতের হয়ে খেলবে। সবচেয়ে বড় ব্যাপার ও যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই বেশ ধারাবাহিক।’ বলিউড তারকা ও ভারতীয় ক্রিকেটের মধ্যকার সম্পর্ককে নেতিবাচকভাবে দেখেন না শেবাগ। এ বিষয়ে তার বক্তব্য, ‘আমার তো মনে হয়, আইপিএলে কয়েকজন বলিউড তারকার দল কেনা ছাড়া ক্রিকেট ও বলিউডের মধ্যে তেমন কোন সম্পর্ক নেই। ক্রিকেট ও বলিউড সম্পূর্ণ আলাদা। আমাদের দেশে দুটিই শক্তিশালী জায়গা, একে অন্যের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেইা।’ ক্রিকেটার নভজ্যিত সিং সিধু, হরভজন সিং, ইরফান পাঠান ও যুবরাজ সিংদের বেশ কিছু টিভি শো করতে দেখা গেছে। এ নিয়ে বিরুর বক্তব্য, ‘ভারতে ক্রিকেটারদের প্রচুর ফ্যান রয়েছে। নির্দেশকরা তাদের ব্যবহার করে টিআরপি বাড়াতে চায়, এর বেশি কিছু নয়।’ আনুশকা শর্মার সঙ্গে কোহলির সম্পর্ক মাঠের পারফর্মেন্সে মোটেই প্রভাব ফেলে না বলেও মনে করেন শেবাগ।
×