ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিহত ফুটবলারদের শেষ বিদায় জানাল ব্রাজিল

প্রকাশিত: ০৬:২০, ৪ ডিসেম্বর ২০১৬

নিহত ফুটবলারদের শেষ বিদায় জানাল ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ব্রাজিলিয়ান ক্লাব চাপেকোয়েন্সের ১৯ জন ফুটবলার। দক্ষিণাঞ্চলীয় ছোট্ট শহর চাপেকোতে শনিবার নিহত প্রিয় ফুটবলারদের শেষ বিদায় জানিয়েছে দেশটির জনগণ। নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত চাপেকোয়েন্স রিয়াল ফুটবল দলটির হোম গ্রাউন্ড কোন্ডা এ্যারিনাতে শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় লক্ষাধিক মানুষ। মাত্র দশদিন আগেই যেখানে প্রিয় দলের সমর্থনে উল্লসিত হতো ভক্ত সমর্থকরা সেখানে শনিবার ছিল শোকের ছায়া। উপস্থিত কেউই নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেনি, আবেগঘন এক পরিবেশের মধ্য দিয়েই পুরো দলকে বিদায় জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। ক্লাব ফুটবলে অনেকটা আড়ালেই ছিল চাপেকোয়েন্স। কিন্তু সাম্প্রতিক সময়ের উত্থানটা যেন ঠিক রূপকথার মতোই। কিন্তু তার সবকিছুই যেন এক মুহূর্তেই শেষ। গত সোমবার কলম্বিয়ার অদূরে মেডেলিনের এক পাহাড়ী অঞ্চলে ফুটবলারদের বহনকারী বিমানটি জ্বালানি শেষ হয়ে যাওয়ায় দুর্ঘটনায় পতিত হয়। এতে বিমানে থাকা ৭৬ জন আরোহীর ৭১ জনই নিহত হন। নিজেদের ক্লাব ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেলতে চাপেকোয়েন্স দলটি মেডেলিনে যাচ্ছিল। দক্ষিণ আমেরিকান ক্লাব টুর্নামেন্টের দ্বিতীয় বড় আসর কোপা সুদামেরিকানার ফাইনালে খেলতেই তারা কলম্বিয়ার উদ্দেশে দেশ ত্যাগ করেছিল। দেশটির বিমান বাহিনীর তিনটি বিমানে করে খেলোয়াড়, কর্মকর্তা ও চাপেকোয়েন্সের অন্য সদস্যদের মরদেহবাহী ৫১টি কফিন ব্রাজিলে নিয়ে আসা হয় স্থানীয় সময় শনিবার সকালে। এরপর কফিনগুলো শেষকৃত্যের জন্য স্টেডিয়ামে নিয়ে আসা হয়। ব্রাজিলের রাষ্ট্রপতি মাইকেল টিমার বিমানবন্দরে কফিনগুলো গ্রহণ করেন। শেষকৃত্য অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সেলেসাওদের জাতীয় দলের কোচ তিতে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি তার অস্ট্রেলিয়া সফর বাতিল করে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন। দুর্ঘটনার আকস্মিকতায় পুরো ফুটবল বিশ্বই শোকে মুহ্যমান হয়ে পড়েছে। ফুটবল কিংবদন্তি পেলে-ম্যারাডোনা থেকে শুরু করে বর্তমান সময়ে সেরা তারকা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমাররাও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ক্লাব ফুটবলে সব লীগেই নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়েছে। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগেও প্রতিটি ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত হয়েছে। ব্রাজিলে অন্যান্য ফুটবল ক্লাবগুলো চাপেকোয়েন্সে খেলোয়াড় দিতে আগ্রহ জানিয়েছে যাতে করে দলটি প্রতিযোগিতা চালিয়ে যেতে পারে। এজন্য বিশেষ আর্থিক অনুদানেরও ঘোষণা দেয়া হয়েছে। এই ঘটনায় চাপেকোয়েন্স দলটি ছাড়াও ১৩ জন ব্রাজিলিয়ান, পাঁচজন বলিভিয়ান্স ও একজন ভেনিজুয়েলার নাগরিক নিহত হয়েছেন যাদের মৃতদেহ শুক্রবারই নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। আশ্চর্যজনকভাবে পাঁচজন প্রাণে বেঁচে গেছেন। তাদের মধ্যে চাপেকোয়েন্স ডিফেন্ডার এ্যালান রাচেলের পিঠে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে আইসিইউতে রয়েছেন। ব্যাক-আপ গোলরক্ষক জ্যাকসন ফোলমানের শরীরে বেশ কয়েকটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এরমধ্যে ডান পায়ের ক্ষতিটা মারাত্মক বলে জানা গেছে। বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে তদন্ত কমিটি। যদিও দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে কন্ট্রোল টাওয়ারের সাথে পাইলটের কথোপাকথনের রেকর্ডে জানা গেছে বিমানে পর্যাপ্ত জ্বালানির অভাবেই এই ঘটনা ঘটেছে। কলম্বিয়ার অভ্যন্তরীণ বিমান কর্তৃপক্ষের নিরাপত্তা প্রধান ফ্রেডি বোনিলা জানিয়েছেন, বিমানটি জ্বালানি সংরক্ষণের আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। বলিভিয়া ভিত্তিক চার্টার প্রতিষ্ঠান লামিয়া ইতোমধ্যেই এয়ারলাইন্সটির অনুমোদন বাতিল করেছে ও এর কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছে।
×