ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন বিষয়

বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট

প্রকাশিত: ০৫:৫৭, ৪ ডিসেম্বর ২০১৬

বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট

বর্তমান সময়ে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। কয়েকটি কর্মমুখী কর্মক্ষেত্রের মধ্যে এভিয়েশন সেক্টর একটি। চাইলে আপনিও ক্যারিয়ার গড়তে পারেন এ সেক্টরে। বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট : এটি হলো এয়ারলাইন্সের ম্যানেজন্টে বা ব্যবস্থাপনা নিয়ে অনার্স কোর্স, যেখানে এয়ারলাইন্স ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন- প্যাসেঞ্জার সার্ভিস, ফুড এ্যান্ড বেভারেজ, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এয়ারক্রাফট সিক্যুরিটি এ্যান্ড সেফটি, কাস্টমার রিলেশন, গ্রুমিং, এয়ারলাইন্স কার্গো ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, এয়ারপোর্ট অপারেশন, বোর্ডিং কনট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন, এয়ারক্রাফট লিজিং, এয়ারলাইন্স ফাইন্যান্স, এয়ারলাইন্স পলিসি ও আইন কানুন, টিকেট সেলস, কাস্টমার রিলেশন, ট্যুর অপারেশন, ট্যুর গাইড, ট্রাভেল এজেন্সি অপারেশন এবং রিজারভেশন সিস্টেম। বিএসসি (অনার্স) ইন এ্যারোনটিক্যাল ও এভিয়েশন সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং : এটি হলো এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর ওপর ৪ বছর মেয়াদী অনার্স কোর্স যেখানে মোট ১৪২ ক্রেডিট পড়ানো হবে। ৪ বছরে ৮ সেমিস্টার। সময়টা প্রযুক্তির। এখন জীবনের প্রধান অনুষঙ্গ হয়ে উঠছে এই প্রযুক্তি। গতিময় বিশ্বে প্রযুক্তি থেকে দূরে থাকা মানেই পিছিয়ে পড়া। প্রাতিষ্ঠানিক পর্যায়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি ও প্রকৌশলের বিদ্যমান বিভিন্ন বিষয়ের সঙ্গে সাম্প্রতিক যুক্ত হয়েছে বেশকিছু বিষয়। এর মধ্যে অন্যতম হচ্ছে এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। বেসরকারী পর্যায়ে এখন বাংলাদেশেও এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ তৈরি হয়েছে নানা শিক্ষা প্রতিষ্ঠানে। মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য এরই মধ্যে উত্তরার কলেজ অব এভিয়েশন টেকনোলজি (ক্যাটেক) অর্জন করেছে শিক্ষার্থীদের আস্থা। ভর্তির যোগ্যতা : ৪ বছরে ৮ সেমিস্টার মেয়াদী বিবিএ (অনার্স) ইন এভিয়েশন ম্যানেজমেন্ট-এই অনার্স কোর্সে যে কোন বিভাগ হতে এইচএসসি/ ‘এ’ লেভেল পাসকৃত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। একই মেয়াদী বিএসসি (অনার্স) ইন এ্যারোনটিক্যাল ও এভিয়েশন সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্সে কেবল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। খরচ কেমন : বিবিএ (অনার্স) ইন এভিয়েশন ম্যানেজমেন্ট (৮ সেমিস্টার মেয়াদী) কোর্সের প্রতি সেমিস্টারে খরচ পড়বে ৪০,০০০ টাকা। অন্যদিকে বিএসসি ইন এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ৪ বছরে ৮ সেমিস্টার মেয়াদী কোর্সের প্রতি সেমিস্টারে খরচ পড়বে ৮৫,০০০ টাকা। কর্মক্ষেত্রে চাহিদা : আমাদের দেশের প্রেক্ষাপটে এই সেক্টরে দিন দিন চাকরির বাজার প্রসারিত হচ্ছে। এই মুহূর্তে এভিয়েশন সেক্টরে বিপুল দক্ষ লোকের অভাব রয়েছে। ফলে ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে দক্ষ জনবল সেভাবে পাওয়া যাচ্ছে না। তাই এভিয়েশন ম্যানেজমেন্টে ক্যারিয়ার গড়ে তোলার এটাই আদর্শ সময়। এখানে সরকারী ও বেসরকারী দুই পর্যায়েই চাকরির ক্ষেত্র বিদ্যমান। দেশের প্রতিষ্ঠিত এয়ারলাইন্স শিল্পে রয়েছে দক্ষ ব্যক্তিদের অবারিত কাজের সুযোগ। পাশাপাশি বিভিন্ন বিদেশী এয়ারলাইন্সে যোগ্যতা অনুযায়ী ক্যারিয়ার গড়ার সুযোগ তো রয়েছেই। যোগাযোগ : কলেজ অব এভিয়েশন টেকনোলজি, সেক্টর:১১, রোড: ০২, বাড়ী:১৪, উত্তরা। ফোন: ৮৯৯১৩৭১, ০১৯২৬৯৬৩৬৫৩। মাঈন উদ্দিন
×